রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিছিয়েই গেল এল ক্লাসিকো

ক্রীড়া ডেস্ক

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ ছিল ২৬ অক্টোবর। ন্যু ক্যাম্পে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথিয়েতা দেওয়ার কথা বার্সেলোনার। কিন্তু কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে যে আন্দোলন চলছে, তার জন্য দুই হেভিওয়েটের লড়াই পিছিয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত। ম্যাচের দিন স্টেডিয়ামের আশপাশে ব্যাপক বিক্ষোভ করার কথা ছিল কাতালুনিয়ান স্বাধীনতাকামী শক্তির। এতে ভীত হয়ে লা লিগা কর্তৃপক্ষ এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন ‘এল ক্লাসিকো’ পিছিয়ে ১৮ ডিসেম্বর পুনর্নির্ধারণ করেছে। নতুন তারিখে খেলতে সম্মতি জানিয়েছে দুই ক্লাবই। পূর্ব নির্ধারিত ম্যাচটি দেখার জন্য যে সব দর্শক টিকিট কিনেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া শুরু হবে ২১ অক্টোবর থেকে। লা লিগা কর্তৃপক্ষ চাইছে প্রথম এল ক্লাসিকো রিয়ালের স্টেডিয়াম বার্নাব্যুতে আয়োজনের। কিন্তু রিয়াল রাজি নয়। ক্লাব কর্তৃপক্ষ চাইছে দ্বিতীয় লেগের খেলাটিই হোক বার্নাব্যুতে। অবশ্য বার্সেলোনাও রাজি নয় প্রথম এল ক্লাসিকো ন্যু ক্যাম্পের বাইরে খেলতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর