শিরোনাম
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কিংসের ঝালিয়ে নেওয়ার মিশন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস পরিবারটা নতুন করে গড়ে উঠছে। পুরনোদের কেউ কেউ দলছুট হয়েছে।

নতুন করে যোগ হয়েছে অনেকে। নতুন করে গড়ে ওঠা দলটা প্রথম পরীক্ষা দিতে নামছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে। গতকাল থেকে টুর্নামেন্ট শুরু হলেও বসুন্ধরা কিংস খেলতে নামবে কাল। ভারতীয় ক্লাব গোকোলাম কেরালা কিংসদের প্রতিপক্ষ।

বসুন্ধরা কিংসের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। দেশীয় ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করার পর এশিয়ান লেভেলে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য কিংসের। তবে এএফসি কাপে খেলতে নামার আগে ান্তর্জাতিক পর্যায়ে নিজেদের যাচাই করার দারুণ সুযোগ এসেছে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাবে নিজেদের প্রমাণ করার পাশাপাশি এশিয়ান লেভেলে ভালো করার রসদও জোগাড় করতে পারে অস্কার ব্রুজোনের শিষ্যরা। গতকাল চট্টগ্রামের টিম হোটেলে তেমনটাই বললেন স্প্যানিশ এ কোচ।

অস্কার ব্রুজোন বলেন, ‘এএফসি কাপের জন্য আমরা অনেকটা সময় পাব। এই টুর্নামেন্টটাকে কাজে লাগানো যাবে। বিশেষ করে এটাকে একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারব। নিজেদের ভুলত্রুটি শোধরাতে পারব।’ তাছাড়া কিংসের ফুটবল দর্শনের সঙ্গে নতুনদের মানিয়ে নেওয়ার একটা দারুণ সুযোগও এনে দিয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ।

সর্বশেষ খবর