মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জায়গা হলো না সাকিব-তামিমের

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো ১০০ বলের আকর্ষণীয় ক্রিকেট হতে যাচ্ছে। টুর্নামেন্টে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারও খেলছেন। কে কোথায় খেলবেন তাও চূড়ান্ত হয়েছে রবিবার। তবে বাংলাদেশের সাকিব, তামিমসহ কোনো ক্রিকেটারই দল পাননি। দল পেলেও সাকিব-তামিমরা এ টুর্নামেন্টে খেলতে পারতেন তাও নিশ্চিত ছিল না। ২০২০ সালের জুলাই-আগস্টে এই টুর্নামেন্ট হওয়ার সময় শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই দল পেলেও তাদের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে এটাও একটা বড় কারণ।

ইংলিশ ক্রিকেটারদের ইতিহাসে প্রথমবারের মতো প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। আট ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে আগে থেকেই তিনজন করে ইংলিশ ক্রিকেটার বাছাই করে রাখে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ১৫ জনের স্কোয়াডে ৩ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। ম্যাচের মূল একাদশেও ৩ জন করে বিদেশি খেলতে পারবেন।

সর্বশেষ খবর