মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বঞ্চিত নারী ক্রিকেটারও

ক্রীড়া প্রতিবেদক

সাকিব, তামিম, মুশফিকরা যখন মিরপুর বিসিবি ভবনের দাবি-দাওয়া তুলে ধরছিলেন সেখানে কোনো নারী ক্রিকেটার ছিলেন না। সাকিব আল হাসানই জানালেন নারী ক্রিকেটাররা আমাদের অংশ। যদিও কেউ উপস্থিত হতে পারেননি। তাদের নিশ্চয় দাবি-দাওয়া রয়েছে। আমরা তাতে সমর্থন জানাবো। সত্যি বলতে নারী ক্রিকেটারদের পারফরম্যান্সে যথেষ্ট উন্নতি হয়েছে। এশিয়াকাপ ফাইনালে তারা ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে জায়গা নিয়েছে।

এমন সাফল্যের পরও মেয়েদের কি সে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে! আমরা যেখানে বঞ্চিত সেখানে তো মেয়েরা আরও অবহেলিত। বিসিবি কেন যে নারী ক্রিকেটারদের সেভাবে গুরুত্ব দেয় না সেটাই রহস্য। আমরা নারী ক্রিকেটারদের পাশে ছিলাম পাশে থাকব। তাদের অবশ্যই সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সামান্য কিছু দিয়ে মাঠে নামানো হবে তা আর হতে দেওয়া হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর