মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শিরোপায় চোখ লি টাকের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

শিরোপায় চোখ লি টাকের

ইংলিশ ফুটবলার লি টাক বাংলাদেশে খেলেছেন ২০১৬ সালে। সেবার আবাহনীর জার্সিতে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। বর্তমানে তিনি খেলছেন মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুতে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ খেলতে ক্লাবটি এখন চট্টগ্রামে অবস্থান করছে। লি টাক বাংলাদেশে পুনরায় এসে দারুণ উচ্ছ্বসিত। তিনি আগেরবারের মতোই আবারও এখানে চ্যাম্পিয়ন হতে চান। তিনি বলেন, ‘আমি বাংলাদেশে আগেও চ্যাম্পিয়ন হয়েছি। এবারেও চ্যাম্পিয়ন হয়েই এখান থেকে ফিরতে চাই।’ মালয়েশিয়া এশিয়ান ফুটবলে এক সময় খুব দাপুটে দল হিসেবে খেললেও বর্তমানে তারা অনেকটা নিচের দিকে নেমে গেছে। মালয়েশিয়ান লিগে তেরেনগানু কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে মালয়েশিয়ান ফুটবলে তাদের দাপট আছে অনেক। লিগে তিনবার রানার্সআপ হয়েছে। সেই তেরেনগানুর জার্সিতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী এক সময় ঢাকার মাঠে দাপিয়ে ফুটবল খেলা লি টাক। প্রতিপক্ষের শক্তিকেও খাটো করে দেখছেন না এই ইংলিশ ফুটবলার।

তার মতে, এবারের টুর্নামেন্টে বেশ কয়েকটা দুর্দান্ত দল আছে। এর মধ্যে চেন্নাই সিটি অন্যতম। আই লিগের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে চেন্নাই সিটি শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অন্যতম ফেবারিট দল। ওদের দলে আছে পাঁচ জন স্প্যানিশ ফুটবলার। ৩০ বছরের পেদ্রো মানজি ফুটবল শিখেছেন বার্সেলোনার শহুরে প্রতিদ্বন্দ্বী এসপানিওলের একাডেমিতে। অন্যরাও স্প্যানিশ ফুটবলের সংস্পর্শে অনেকটা করে সময় কাটিয়েছেন। এই দলটা লি টাকের উদ্দেশ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর