বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গোল মিস ম্যাচ মিস

শেখ কামাল ক্লাব কাপ

রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে

নতুন দল। নতুন আশা। কিন্তু শুরুটা আশানুরূপ হলো কই! দক্ষিণ ভারতের দল গোকোলাম কেরালার কাছে পরাজিত হয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে যাত্রা করল অস্কার ব্রুজোনের শিষ্যরা। আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেকটা ভালো হলো না পেশাদার লিগের চ্যাম্পিয়নদের। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে বসুন্ধরা কিংস হেরে গেল ৩-১ গোলে। তবে গোল করার সুযোগ কাজে লাগাতে পারলে শেষ হাসি হাসতে পারত অস্কার ব্রুজোনের শিষ্যরা।

সময়ের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছিল ড্যানিয়েল কলিনড্রেস আর মোহাম্মদ জালালের মধ্যে বুঝাপড়া। রবিউল, বিপলুদের আক্রমণের ধারও বাড়ছিল ধীরে ধীরে। কিন্তু বসুন্ধরা কিংস ম্যাচটায় থিতু হওয়ার আগেই আগ্রাসী ফুটবল খেলে দুটি গোল করে গোকোলাম কেরালা। এর মধ্যে একটিতে এসিস্ট করেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলে খেলা ন্যাথানিয়েল গার্সিয়া। ম্যাচের ২৪ মিনিটে তার লম্বা পাসে ডি বক্সে বল পান উগান্ডার স্ট্রাইকার হেনরি কিসেকা। বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন তিনি। এরপর ৩৩ মিনিটে ডি বক্সের ডান কোণেরও অনেকটা বাইরে থেকে ফ্রি কিক থেকে সুইং শটে দুর্দান্ত গোল করেন ন্যাথানিয়েল গার্সিয়া। গোলরক্ষক আনিসুর রহমান ডান পাশে অনেকটা ঝাঁপিয়ে পড়ে বলটা স্পর্শ করলেও তা রুখতে পারেননি।

প্রথমার্ধের বাকি সময় অবশ্য বসুন্ধরা কিংস দারুণ খেলেছে। কলিনড্রেস-জালালের বুঝাপড়ায় কিংস আক্রমণে গিয়েছিল। তবে কোনোটাই সফলতার মুখ দেখেনি। অবশ্য ৪৪ মিনিটে কলিনড্রেসের পাসে বল পেয়ে দারুণ এক হেড করেছিলেন লেবানিজ ফুটবলার মোহাম্মদ জালাল। তবে বল গোলবারের ঠিক ওপর দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোকোলাম কেরালার আক্রমণ। ৪৬ মিনিটে আবারও ন্যাথানিয়েল ও হেনরির বুঝাপড়ায় ব্যবধান বাড়ায় ভারতের ডুরান্ড কাপে গত আসরের চ্যাম্পিয়নরা। ডি বক্সের ভিতরেই বসুন্ধরা দুই ডিফেন্ডারের ফাঁক গলে মাটি ঘেঁষা ক্রস দেন ন্যাথানিয়েল। হেনরি জোরালো শটে গোল করেন। গোলরক্ষক জিকোর তেমন কিছুই করার ছিল না। অবশ্য দ্বিতীয়ার্ধের শেষদিকে দারুণ ফুটবল খেলে কিংস। ৭৩ মিনিটে ডান পাশের কর্নার থেকে ক্রস দেন বিশ্বনাথ। জালালের হেড গোলবারে লেগে ফিরে গেলে শট নেন এলিটা কিংসলে। এবারও বল ফিরে আসে। তবে তৃতীয়বারে মতিন মিয়া সহজেই গোল করেন। ব্যবধান তখনো অনেকটা (১-৩)। তবে ৭৬ মিনিটে লেবাননের মোহাম্মদ জালাল আবার সুযোগ পেয়েও ব্যর্থ হন। গোলবারে লেগে ফিরে আসে বল। দুর্ভাগ্য কিংসদের। এরপরও আলমগীর কবির রানা, মতিন মিয়া, মোহাম্মদ জালাল বেশ কটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বার বারই তারা ব্যর্থ হন। গোল মিসের খেসারতই দিতে হলো পেশাদার লিগের চ্যাম্পিয়নদের।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে বাংলাদেশ ও ভারতের দুই চ্যাম্পিয়ন পরাজয়েই শুরু করল। পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস যেমন হেরেছে তেমনি আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসিও হেরেছে। এবার দুই দলের জন্যই সেমিফাইনালের পথ অনেকটা দুর্গম হয়ে গেল। যদিও দুই দলের কোচই বলে গেলেন আশার কথা। পরের দুই ম্যাচ জিতে নকআউট পর্বটা খেলতে চান তারা। সেক্ষেত্রে অন্তত এক দলকে হয়তো বিদায় নিতেই হবে!

১ম গোল

কেরালা ১-০

ম্যাচের ২৪ মিনিটে বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন উগান্ডার জাতাীয় দলের সাবেক এই ফুটবলার।

২য় গোল

কেরালা ২-০

ম্যাচের ৩৩ মিনিটে ডি বক্সের ডান কোণের অনেকটা বাইরে থেকে সুইং ফ্রি কিকে থেকে সুইং শটে দুর্দান্ত গোল করেন ন্যাথানিয়েল।

৩য় গোল

কেরালা ৩-০

৪৬ মিনিটে ন্যাথানিয়েলের ক্রসে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকেই জোরালো শটে গোল করেন হেনরি কিসেকা।

৪র্থ গোল

বসুন্ধরা ১-৩

৭৩ মিনিটে ডান পাশের কর্নার থেকে ক্রস দেন বিশ্বনাথ। জালালের হেড গোলবারে লেগে ফিরে গেলে শট নেন এলিটা কিংসলে। এবারও বল ফিরে আসে। তবে তৃতীয়বারে মতিন মিয়া সহজেই গোল করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর