বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বদলে যাচ্ছে মোহনবাগান

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

ভারতের জাতীয় ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মোহনবাগানের নাম। ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জয় করার গৌরব আছে তাদের। ঐতিহ্যবাহী এই ক্লাবটির সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ফুটবলভক্তের আবেগ ও ভালোবাসা। এখনো প্রতিনিয়ত ভক্তের দল দর্শনার্থী হিসেবে ভিড় জমায় ক্লাব প্রাঙ্গণে। আর ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি হলে তো কথাই নেই। পুরো কলকাতা এই ডার্বি নিয়ে মেতে থাকে। তবে সেই পুরনো মোহনবাগান এবার বদলে যাচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগে খেলার আমন্ত্রণ পেয়েছে দলটা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে আসা মোহনবাগানের ম্যানেজার সঞ্জয় ঘোষ এবং গোলরক্ষক দেবজিৎ মজুমদারের সঙ্গে গতকাল কথা হলো। মোহনবাগান নিয়ে সঞ্জয় ঘোষ বলেন, ‘আইএসএলে খেলার ডাক পেয়েছি। কিন্তু সেখানে খেলতে হলে, অনেকটা পরিবর্তন আনতে হবে ক্লাবে। দলেও পরিবর্তন আসবে।’ অবশ্য এই পরিবর্তনটা সমর্থকরাও চাচ্ছেন বলে জানিয়েছেন সঞ্জয় ঘোষ। মোহনবাগান ভারতীয় ফুটবলে একটা স্থান ধরে রাখলেও খুব একটা ভালো অবস্থানে নেই সামগ্রিক ফুটবল। তার মতে, এখন তো উচ্চবিত্ত পরিবারগুলো ক্রিকেটের পেছনেই ছোটে। এমনকি মধ্যবিত্তরাও। কে চায় ফুটবলে তার ছেলেকে দিয়ে জুয়া খেলতে!

নানান কথার ফাঁকে আলোচনা হলো বাংলাদেশের ফুটবল নিয়েও। বিশেষ করে সল্টলেকের যুব ভারতীতে বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ নিয়ে। মোহনবাগান ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ সেদিন খুবই ভালো খেলেছে। আর ভারতীয় ফুটবলাররা দর্শকদের চাপটা নিতে পারেনি। এত দর্শকের সামনে খেলতে বুকের খাঁচা লাগে। তবে আমরা বাংলাদেশের খেলা উপভোগ করেছি। খুবই ভালো খেলেছে তারা। ওরা তো সেদিন জয় পেতে পারতো।’ গোলরক্ষক দেবজিৎ খুব একটা কথা বলতে রাজি হলেন না। মোহনবাগান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের প্রথম ম্যাচে লাওসের অখ্যাত ক্লাব ইয়াঙ এলিফেন্টের কাছে হেরেছে বলেই হয়ত! তারপরও তিনি বাংলাদেশের খেলা নিয়ে বললেন, ‘সেদিন বাংলাদেশ খুব ভালো খেলেছে। আর ফুটবল তো নব্বই মিনিটের খেলা। এই নব্বই মিনিট যারা ভালো খেলবে তারাই ভালো ফল নিয়ে মাঠ ছাড়বে।’ শেখ কামাল ক্লাব কাপে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে বদ্ধপরিকর গতবার আই লিগের সাবেক চ্যাম্পিয়ন মোহনবাগান।

সর্বশেষ খবর