শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জিততেই হবে কিংসকে

রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে

জিততেই হবে কিংসকে

নতুন করে গড়ে তোলা দল বসুন্ধরা কিংসের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জ। অস্কার ব্রুজোনের ফুটবল দর্শনের সঙ্গে পরিচিত হওয়া। কম্বিনেশনটা ঠিক করা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে প্রথম দুই ম্যাচ খেলে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করছে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। এবার তৃতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার লক্ষ্য দলটার। আজ এম এ আজিজ স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুর মুখোমুখি হচ্ছে কিংস। এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সিটি ও গোকোলাম কেরালা। বি গ্রুপে ৪ পয়েন্ট ও +২ গোল ব্যবধান নিয়ে শীর্ষ দুইয়ে আছে তেরেনগানু ও গোকোলাম কেরালা। কিংসের
সংগ্রহ ৩ পয়েন্ট। চেন্নাই সিটি এফসি কোনো পয়েন্ট সংগ্রহ না করায় বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপের এই অবস্থানে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ জয়ের কোনো বিকল্প নেই বসুন্ধরা কিংসের। মালয়েশিয়ান ক্লাব তেরেনগানু এফসির সঙ্গে ড্র হলেও বিদায় নিতে হবে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। সে ক্ষেত্রে গোকোলাম কেরালা চেন্নাই সিটি এফসির কাছে হারলেও তারাই খেলবে সেমিফাইনাল। কারণ, প্রথম ম্যাচে গোকোলাম কেরালার কাছে পরাজিত হয়েছেন অস্কার ব্রুজোনের শিষ্যরা। তেরেনগানুর সঙ্গে ড্র করলে কিংসের পয়েন্ট হবে ৪। গোকোলাম কেরালা আজ হারলেও হেড-টু-হেড পয়েন্টের হিসেবে সেমিফাইনালে চলে যাবে তারা। যা-ই ঘটুক, কেরালার সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। বসুন্ধরা কিংসের মূল লড়াই এখন মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুর সঙ্গে। সেমিফাইনাল খেলতে হলে এ ক্লাবটিকে বিদায় করতেই হবে।

বসুন্ধরা কিংস অবশ্য এসব হিসাব-নিকাশের মধ্যে নেই। তাদের সাফ ঘোষণা, বসুন্ধরা কিংসের জন্মই হয়েছে জয়ের জন্য। অস্কার ব্রুজোন লাল কার্ড দেখায় পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত কোচের দায়িত্ব পালনকারী মাহবুব হোসেন রক্সি বলছেন, ‘আমরা জয় ছাড়া কিছু ভাবছি না।’ জয়টা কীভাবে আসবে, তার একটা পথও বাতলে দিলেন তিনি, ‘আমরা প্রতিপক্ষের খেলার ধরন বিবেচনায় নিয়ে একাদশ সাজাচ্ছি। এ কারণেই পরিবর্তন হচ্ছে। কালও (আজ) কিছু পরিবর্তন থাকবে।’ টুর্নামেন্টে কিংসের মূল সমস্যা ছিল ডিফেন্সে। দুই ম্যাচে ৪ গোল করলেও হজম করেছে ৫ গোল। ডিফেন্সের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে কিংস। মালয়েশিয়ান লিগের অন্যতম সেরা দল তেরেনগানুর বিপক্ষে ম্যাচটা সহজ হবে না।  জাতীয় দলের তরুণ ফুটবলার রবিউল বললেন, ‘আমাদের জয়ে ফেরাটা খুব প্রয়োজন ছিল। তা আমরা পেয়েছি। জয়ের ধারাটাই ধরে রাখতে চাই। ‘আমরা জানি প্রতিপক্ষ সহজ নয়। তবে আমরা জয়ের বিকল্প কিছু ভাবছি না। চ্যালেঞ্জটা নিয়েই খেলতে নামব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর