শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্বপ্ন পূরণের দিন বরিশালবাসীর

রাহাত খান, বরিশাল

স্বপ্ন পূরণের দিন বরিশালবাসীর

ট্রফি হাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যুবদলের অধিনায়ক -বাংলাদেশ প্রতিদিন

বরিশাল স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে আজ। সকাল ৯টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। সকাল সাড়ে ৯টায় দুই দেশের যুব দলের খেলা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল দিনভর বৃষ্টি হওয়ায় আজ যথাসময়ে খেলা শুরু নিয়ে সংশয় দেখা দিয়েছে। মাঠ ভেজা থাকায় আজ বৃষ্টি না হলেও খেলা হবে কিনা সন্দিহান কর্মকর্তারা। ১৯৬৬ সালে নির্মাণের পর এই প্রথম কোনো বিদেশি দল বরিশালে খেলতে এসেছে। যুবাদের লড়াই হলেও স্বপ্ন পূরণ হচ্ছে বরিশালবাসীর। চার দিন আগেই দুই দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা বরিশাল এসে পৌঁছেন। গতকাল বিকালে ট্রফি এসেছে বরিশালে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন ও প্রদর্শন করেন বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান ও শ্রীলঙ্কার অধিনায়ক নিপুল ধনঞ্জয়া। বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান বলেন, অনূর্ধ্ব-১৯ দল বরাবরই খুব ভালো করে আসছে। দল যথেষ্ট শক্তিশালী, গ্রাউন্ডও ভালো। খুব ভালো উপভোগ্য একটি ম্যাচ উপহার দেওয়ার আশা তাদের। এ ম্যাচ উপলক্ষে অনেক দিন ধরে দলের প্রস্তুতি চলছে, সামনে যুব বিশ্বকাপ রয়েছে। এতে দল যথেষ্ট লাভবান হবে। লড়াই করে ম্যাচ জয়ের আশাবাদ তার।

 

সর্বশেষ খবর