শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান যেতে রাজি নন ভেট্টরি ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান যেতে রাজি নন ভেট্টরি ডোমিঙ্গো

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন ক্রিকেটাররা। আলোচনার পর তাদের দাবি মেনে নিয়েছে বিসিবি। ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরেছেন সাকিব, তামিম, মুশফিকরা। প্রাণ ফিরেছে দেশের ক্রিকেটে। ক্রিকেটার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন ভারত সফরকে সামনে রেখে। টাইগারদের কোচিং করাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গা, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। সাকিবদের এই তিন কোচ গতকাল সকালে ঢাকায় পা রাখেন। বিকালে মিরপুর স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে যোগও দেন। একত্রে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট ভারত সফর। নভেম্বরে বাংলাদেশ দুই টেস্ট ও তিনটি টি-২০ সিরিজ খেলবে সফরে। ভারত সফর করলেও এরা কেউই আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন। পাকিস্তান সফরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা টাইগারদের। বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারেনি বিসিবি। বিশ্বকাপ শেষে তাই পাল্টে ফেলে কোচিং স্টাফ। বাদ দেওয়া হয় হেড কোচ স্টিভ রিড, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন কোচ সুনীল যোশিকে। তবে টিকে যান ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি। বিসিবি তাদের জায়গায় নেয় ডোমিঙ্গো, ভেট্টরি, চার্লস ল্যাঙ্গাভেল্টেকে। গতকাল সকালে কুয়েত এয়ারওয়েজে ঢাকায় পা রাখেন তিন কোচ।

ভেট্টরি এর আগে অনেকবার ঢাকায় এসেছেন। আগে এসেছেন ক্রিকেট খেলতে। এবার এসেছেন সাকিবদের স্পিন কোচ হয়ে। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি কোচিং করাবেন টাইগার স্পিনারদের। তার চুক্তির মেয়াদ ১০০ দিন।

সর্বশেষ খবর