শিরোনাম
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যুব বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে দুরন্ত ক্রিকেট খেলেছেন যুবারা। অবশ্য এর আগে যুব এশিয়া কাপের ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এ দুটি পারফরম্যান্স অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে টাইগার যুবাদের। ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া ১৬ দলের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবে জাপান ও নাইজেরিয়া। ফুটবল বিশ্বের পরিচিত মুখ হলেও দেশ দুটি ক্রিকেটও খেলে। যুব বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি। পরের দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল।

যুব বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ ‘এ’ : ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান

গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নাইজেরিয়া

গ্রুপ ‘সি’ : পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড

গ্রুপ ‘ডি’ : আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা।

সর্বশেষ খবর