শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সেমিতে চট্ট আবাহনী মোহনবাগান

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। প্রথম দুই ম্যাচ জিতেই কাজটা এগিয়ে রেখেছিল তারা। গতকাল ভারতীয় ক্লাব মোহনবাগানের কাছে ১-০ গোলে হারলেও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি মারূফুল হকের শিষ্যদের। এদিকে এ জয়ে মোহনবাগানের সেমিফাইনালও নিশ্চিত হয়েছে। ‘এ’ গ্রুপে তিন দল ছয় পয়েন্ট করে সংগ্রহ করেছে। চট্টগ্রাম আবাহনী, মোহনবাগান ও ইয়াং এলিফ্যান্ট। তবে গোল ব্যবধানে বাদ পড়ে গেল লাওসের ক্লাব ইয়াং এলিফ্যান্ট।

চট্টগ্রাম আবাহনী গতকাল শুরু থেকেই ডিফেন্সিভ ফুটবল খেলছিল। মোহনবাগান খেলছিল আক্রমণাত্মক ফুটবল। কোচ মারূফুল তার ডিফেন্সের একটা পরীক্ষাই হয়তো নিতে চেয়েছিলেন মোহনবাগানের বিপক্ষে। কিন্তু হিতে বিপরীতই হলো। ম্যাচের ৬৯ মিনিটে সতীর্থের লম্বা পাস ধরে প্লেসিং শটে গোল করেন সুহাইর। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার পিটার সুহাইরকে জড়িয়ে ধরেও গোল বাঁচাতে পারেননি। অবশ্য এরপরই বদলে যায় চট্টগ্রাম আবাহনীর খেলা।

 মাঠে নামেন চিনেদু ম্যাথু এবং নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঠে নামেন আরিফুল ইসলামও। তারা মাঠে নামার পর চট্টগ্রাম আবাহনীর খেলার ধারায় অনেকটা পরিবর্তন আসে। বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি হয়। তবে গোল করতে ব্যর্থ হন লুকা রটকোভিচরা। এদিকে দিনের প্রথম ম্যাচে লাওসের তরুণ দল ইয়াং এলিফ্যান্ট ২-১ গোলে হারিয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে। ইয়াং এলিফ্যান্টের পক্ষে ম্যাচের ১৮ ও ৬০ মিনিটে গোল দুটি করেন অধিনায়ক বুনফ্যাচাং বুনকং। টিসি স্পোর্টসের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সামির (৭৯)। ম্যাচসেরার পুরস্কার পান বুনকং। ইয়াং এলিফ্যান্ট বাদ পড়লেও তারা চট্টগ্রামের দর্শকদের মন জয় করেছে। গতকালও দর্শকরা তাদের সমর্থন দিচ্ছিল। সংবাদ সম্মেলনে এসে ইয়াং এলিফ্যান্টের অধিনায়ক বুনকং বলে গেলেন, ‘এখানকার দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। চমৎকার একটা টুর্নামেন্ট খেলে গেলাম আমরা।’ আর তাদের কোচ সেলভারেজ বললেন, ‘আমরা এ টুর্নামেন্ট থেকে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আমাদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এটা। অসাধারণ কিছু মুহূর্ত আমাদের স্মৃতির পাতায় জমা হলো।’ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে তরুণ দল হিসেবে অসাধারণ ফুটবল উপহার দিয়ে গেল ইয়াং এলিফ্যান্ট। অবশ্য মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী দল বিদায় নিলে টুর্নামেন্ট অনেকটাই রং হারাত!

সর্বশেষ খবর