সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছয় দলের বঙ্গবন্ধু গোল্ডকাপ

ক্রীড়া প্রতিবেদক

প্রতিবারই বলা হয় সামনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জৌলুস ও দলের সংখ্যা বাড়বে। কথা শুধু মুখেই সীমাবদ্ধ থাকে তা আর বাস্তবায়িত হয় না। এবারতো আরও সংকটাপন্ন অবস্থা। সামনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন হবে। ফুটবলপ্রেমীরা স্বাভাবিকভাবেই আশা করেছিলেন এবার যেমন শক্তিশালী দলের দেখা মিলবে তেমনি টুর্নামেন্ট হবে জৌলুসময়। অথচ এবার টুর্নামেন্টে এখন পর্যন্ত কয়টি দল অংশ নেবে তা নিশ্চিত নয়। আগের দিন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছিলেন, টুর্নামেন্টে বাংলাদেশ নিয়ে দলের সংখ্যা দাঁড়াবে চারে। গতকাল আবার বললেন, ছয় দলের কথা।  তাও আবার খুবই নিম্নসারির। লাওস, কম্বোডিয়া, পূর্ব তিমুর বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়েছে। অন্য দুই দলের কথা জানা যায়নি। আগামী ২১-২৯ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। আবু নাঈম সোহাগের বক্তব্য হচ্ছে আমরা এশিয়ার শক্তিশালী দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। ৪০টি দেশ বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ায় কারও পক্ষে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলা সম্ভব নয়। শিডিউল ঠিক রাখতে কম দল হলেও আমাদের টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে।

সর্বশেষ খবর