সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দারুণ খেলেছেন বিশ্বকাপে। কিন্তু অ্যাসেজে ব্যর্থ ছিলেন পুরোপুরি। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরের মাটিতে প্রথম খেলতে নামেন বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলেন গতকাল তার ৩৩তম জন্মদিনে। অসি ওপেনার জন্মদিনকে রাঙিয়েছেন তিন অংকের জাদুকরি ইনিংস খেলে। টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে উদযাপন করেছেন জয় উপহার দিয়ে। তার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ১৩৪ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে স্বাগতিক অস্ট্রেলিয়ার সংগ্রহ করে ২০ ওভারে ২৩২ রান। ওয়ার্নার অপরাজিত থাকেন ১০০ রানে। ইনিংসটি সাজানো ছিল মাত্র ৫৬ বলে ১০ চার ও ৪ ছক্কায়। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ৬৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ৬২ রান করেন। অ্যাডিলেডে ২৩৩ রানের জবাবে ২০ ওভারের ৯৯ রানে বেশি করতে পারেনি ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার এর আগের বড় জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ১০০ রানের। রাজিথা ৪ ওভারে রান দেন ৭৫। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি খরুচে বোলিং।  

     

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ২৩৩/২, ২০ ওভার (ফিঞ্চ ৬৪, ওয়ার্নার ১০০*, ম্যাক্সওয়েল ৬২। সান্দাকান ১/৪১, শানাকা ১/১০)।

শ্রীলঙ্কা : ৯৯/৯, ২০ ওভার (গুনাথিলাকা ১১, কুশল ১৬, ফার্নান্দো ১৩, শানাকা ১৭, মালিঙ্গা ১৩*। স্টার্ক ২/১৮, কামিন্স ২/২৭, জাম্পা ৩/১৪,  আগার ১/১৩)।

ফল : অস্ট্রেলিয়া ১৩৪ রানে জয়ী।

ম্যাচসেরা : ডেভিড ওয়ার্নার।

সর্বশেষ খবর