মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অবশেষে বাড়ল ম্যাচ ফি

সর্বোচ্চ ৬০ হাজার

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে বাড়ল ম্যাচ ফি

চলতি বছর জাতীয় ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি ৭১ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ বেড়েছে। নতুন নিয়মে টায়ার-ওয়ান-এর ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন ৬০ হাজার টাকা

 

সাকিবদের ১৩ দফা দাবির অন্যতম দাবি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর। শুধু তাই নয়, চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যাও বাড়ানোর কথা বলেছিলেন তারা। বিসিবি দাবি মেনে নিলে ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরেন ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ম্যাচ ফিসহ নানা সুযোগ সুবিধা বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গতকাল। চলতি বছর জাতীয় ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি ৭১ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ বেড়েছে। নতুন নিয়মে টায়ার-ওয়ান-এর ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন ৬০ হাজার টাকা। আগে পেতেন ৩৫ হাজার টাকা। টায়ার-টু-এর ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার টাকার জায়গায় ৫০ হাজার টাকা। ম্যাচ ফি বাড়ানো হয়েছে শুধুমাত্র জাতীয় ক্রিকেটের। বেড়েছে ট্রান্সপোর্ট ও দৈনিক ভাতাও। ক্রিকেটারদের চুক্তি বাড়ানোর বিষয় নিয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ম মতো বেড়েছে সব সময়। এবার তাদের দাবি ছিল ম্যাচ ফি বাড়ানোর। আমরা ম্যাচ ফি’র সর্বোচ্চটাই বাড়িয়েছি। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ করেছি।’  

জাতীয় ক্রিকেটের আগের আসরগুলোতে ক্রিকেটাররা দৈনিক ভাতা পেতেন ১৫০০ টাকা। দাবির মুখে সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৫০০ টাকা। ট্রান্সপোর্ট নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের অভিযোগ ছিল অনেক। জানিয়েছিলেন, ট্রান্সপোর্ট বাবদ যে টাকা দেওয়া হয়, সেটা দিয়ে ভালোভাবে ভেন্যুতে যাওয়া সম্ভব নয়। তিনি অনুরোধ করেছিলেন, বিসিবি যেন নিজ দায়িত্বে বিমানের টিকিটের ব্যবস্থা করে। ক্রিকেটারদের সেই দাবি মেনে নিয়েছে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাতায়াতে যদি বিমানের ব্যবস্থা থাকে, সে ক্ষেত্রে বিসিবি টিকিটি কেটে দিবে। আর যদি বিমানের পথ না থাকে, তাহলে ভালোমানের এসি বাসে যাতায়াত করতে টাকা বাড়িয়েছে ১ হাজার টাকা। আগে যাতায়াত ভাড়া বা ট্রান্সপোর্ট ফি ছিল ২৫০০ টাকা। এখন সেটা ৩৫০০ টাকা করেছে। শুধু তাই নয়, আবাসনে বিষয়েও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে ক্রিকেটারদের। আবাসনের ক্ষেত্রটি বিসিবি তদারকি করবে।

জাতীয় দলে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা এখন ১৬। প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৭৯। শুরুতে সংখ্যাটি ছিল ১০৫। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে ক্রিকেটাররা চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৭৯ থেকে বাড়িয়ে ৯৬ করার আবেদন করেছিলেন। সেটাও মেনে নিয়েছে বিসিবি। আগের আসরগুলোতে ড্র ম্যাচগুলোর টাকা ক্রিকেটারদের দেওয়া হতো না। বোর্ডের কোষাগারে সেই টাকা ফিরে যেত। ক্রিকেটারদের দাবি ছিল টাকাটা দেওয়ার। বিসিবি সেই দাবি মেনে নিয়েছে।

ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তটি সাদা চোখে ক্রিকেটারদের জয় ভাবা হচ্ছে। ক্রিকেট জন্য ভালোই হবে মনে করেন বিশেষজ্ঞরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর