মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফাইনালে চট্টগ্রাম আবাহনী

রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে

ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ম্যাচটা শেষ হতে চলেছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতে পিনপতন নীরবতা। ২-১ গোলে পিছিয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর হাজার হাজার দর্শক তবুও আশায় বুক বেঁধে অপেক্ষায় আছেন। কেউ কেউ প্রার্থনায় লেগে গেছেন। একটা মুহূর্ত যদি ধরা দেয়! সত্যিই কাক্সিক্ষত মুহূর্তটা ধরা দিল। বদলি নামা সোহেলের ক্রসে বল পেয়ে দারুণ এক গোল করে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান আইভরি কোস্টের ফুটবলার চার্লস দিদিয়ের। মুহূর্তেই গর্জে ওঠে স্টেডিয়াম। আবাহনী, আবাহনী চিৎকারে কাঁপিয়ে তোলে চারদিক। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমিফাইনালের খেলাটা নির্ধারিত সময়ের সীমানা পেরিয়ে অতিরিক্ত ত্রিশ মিনিটে গড়িয়ে যায় ২-২ সমতা নিয়ে। প্রথমবার পিছিয়ে পড়লেও চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফিরিয়েছিলেন আইভরিয়ান এই ফুটবলার। এরপর ১০৫ মিনিটে জটলার মধ্য থেকে চিনেদু ম্যাথু গোল করলে ফাইনাল নিশ্চিত হয় স্বাগতিক দল চট্টগ্রাম আবাহনীর। পরের মিনিটগুলোতে বেশ কিছু আক্রমণ ও প্রতিআক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দুই দুইবার পিছিয়েও ৩-২ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। এর আগে প্রথম আসরে ফাইনাল খেলেছিল স্বাগতিকরা।

ম্যাচের ২৮ মিনিটে  ডান দিক থেকে যোসেফের কাছ থেকে বল পেয়ে বিপজ্জনকভাবে ডি বক্সে ঢুকে যান কিসেকা। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার ইকবল জন এবং রাফিকে পরাস্ত করে ধীরে সুস্থে প্লেসিং শটে গোল করেন কিসেকা। এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিপূর্ণ দর্শক স্তব্ধ হয়ে যায়। অবশ্য দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই দর্শকদের মধ্যে উত্তেজনা ফিরিয়ে আনেন আইভরিকোস্টের দিদিয়ের। ৪৬ মিনিটে আরিফুলের পাসে বল পেয়ে দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ের মাটিঘেঁষা শটে গোল করেন চার্লস দিদিয়ের। সমতায় ফিরে স্বাগতিকরা। কিন্তু ৭৯ মিনিটে অধিনায়ক যোসেফের গোলে আবারও এগিয়ে যায় গোকোলাম কেরালা। ৯০ মিনিটে দিদিয়ের দ্বিতীয় গোল করে আবার সমতায় ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। ১০৫ মিনিটে বদলিনামা রাব্বির কাটব্যাকে বল পেয়ে জোরাল শট নেন চিনেদু ম্যাথু। এ শট ফিরিয়ে দেন গোলরক্ষক। এবার হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যাথু। শেষ দিকে চট্টগ্রাম আবাহনীর ডি-বক্সে ইকবল জনকে অফ দ্য বল ফাউল করে লাল কার্ড দেখেন গোকোলামের হেনরি কিসেকা।

 

সর্বশেষ খবর