মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সাকিবের একি আচরণ

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের একি আচরণ

তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে ৩০ অক্টোবর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বিসিবি থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা সন্দিহান সাকিবের ভারত সফর নিয়ে। লাল ও সবুজ দলের আদলে জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচে সাকিব খেলেননি বলে সন্দেহটা ঘনীভূত হয়েছে আরও। এছাড়া টাইগারদের চারদিনের অনুশীলনে মাত্র একদিন উপস্থিত ছিলেন টাইগার অধিনায়ক। গত এক সপ্তাহের কর্মকান্ডে বিশ্বসেরা অলরাউন্ডার এখন পুরোপুরি বিসিবির প্রতিপক্ষ। শুরুতে ক্রিকেটারদের দাবি দাওয়া নিয়ে ধর্মঘটে যান সাকিব। ধর্মঘট চলাকালীন বিসিবির অনুমতি না নিয়ে গ্রামীণফোনের ব্রান্ড অ্যাম্বাসেডর হন। এই চুক্তিতে ক্ষিপ্ত হন বিসিবি সভাপতি। তিনি কারণ দর্শানোর নোটিস পাঠাতে বলেন সাকিবকে। তার নির্দেশে বিসিবি শনিবার রাতে কারণ দর্শানোর চিঠি পাঠায় টাইগার অধিনায়ককে। গতকাল পর্যন্ত সেটার উত্তর পাননি বলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘বিসিবির স্বার্থহানি করে গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছে সাকিব। আমরা পরশু রাতে (শনিবার) তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছি। এখন পর্যন্ত তার উত্তর পাইনি।’

ভারত সফরে টাইগাররা তিনটি টি-২০ ম্যাচ খেলবে ৩, ৭ ও ১০ নভেম্বর। প্রথম টেস্ট ১৪-১৮ নভেম্বর ইন্দোর এবং দ্বিতীয় টেস্ট কলকাতায় ২২-২৬ নভেম্বর। টি-২০ সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পারিবারিক কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেন বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। তার জায়গা নেওয়া হয় ইমরুল কায়েশকে। এর আগে পিঠের ব্যথায় সফর থেকে নাম প্রত্যাহার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার জায়গায় এখন পর্যন্ত কাউকে নেওয়া হয়নি।        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর