মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইন্ডিয়ান সুপার লিগে জামাল

ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান সুপার লিগে জামাল

নব্বই দশকে ইস্টবেঙ্গলের জার্সিতে কলকাতা দর্শকদের হৃদয় জয় করেছিলেন মোনেম মুন্না। দলটির লিগ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের তারকা এ ফুটবলার। সেবার কলকাতা লিগে শেখ মো. আসলাম রুমি, গাউস ও কায়সার হামিদও খেলেছিলেন। কিন্তু মুন্নার মতো কেউ সুনাম কুড়াতে পারেননি। অনেক দিন পর ভারতীয় ফুটবলে নাম লেখান আরেক তারকা ফুটবলার মামুনুল ইসলাম। তবে কলকাতা নয়, আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে সৌরভ গাঙ্গুলীর দল অ্যাথলেটিকো কলকাতার সঙ্গে চুক্তিবদ্ধ হন।এবার ডাক এসেছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচে কলকাতা থাকার সময়ই সেখানকার একটি দৈনিক পত্রিকা লিখেছিল জামালের প্রতি ইস্টবেঙ্গলের আগ্রহ রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের দলগুলোরও দৃষ্টি রয়েছে তার ওপর। সল্টলেকে নৈপুণ্য প্রদর্শনের পর ইন্ডিয়ান সুপার লিগের চারটি দলই জামালকে নিতে আগ্রহী।

তবে তার পক্ষে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। কেননা ৬৬ লাখ টাকার পারিশ্রমিকে সাইফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল।

সর্বশেষ খবর