মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মোহনবাগান তেরেনগানু মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও তেরেনগানু। ভারতীয় ক্লাব মোহনবাগান এবারের টুর্নামেন্টে অন্যতম সেরা ডিফেন্স লাইনের প্রমাণ দিয়েছে। তারা মাত্র ২টি গোল হজম করেছে। তবে তেরেনগানু এবারের টুর্নামেন্টে সেরা আক্রমণভাগ নিয়ে এসেছে। গ্রুপ পর্বে তারা সর্বোচ্চ ৯টি গোল করেছে। আজ তাই লড়াইটা মোহনবাগানের ডিফেন্স আর তেরেনগানুর স্ট্রাইকিং লাইনের। দুই দলই প্রতিপক্ষের শক্তি আর নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন। তেরেনগানুর অধিনায়ক লি টাক যেমন বললেন, ‘আমাদের স্ট্রাইকিং লাইনটা খুব স্ট্রং। তবে ডিফেন্স নিয়ে আমাদের কাজ করতে হবে।’ ৯টি গোল করার পাশাপাশি তারা ৫টা গোল হজমও করেছে। এতেই চিন্তার বলিরেখা দেখা যাচ্ছে তেরেনগানু কোচের কপালে। তবে মোহনবাগানও নিজেদের সম্বন্ধে কোনো ভুল ধারণায় নেই। দলের বাঙালি গোলরক্ষক দেবজিৎ মজুমদার বললেন, ‘ফাইনাল খেলাই আমাদের টার্গেট। তেরেনগানু খুব ভালো দল। ওদের স্ট্রাইকিং লাইনটা খুবই ভালো। তবে আমরাও ভালো ফাইট দিব। ম্যাচের দিন যে ভালো খেলবে সেই তো জিতবে।’ এর আগেও বাংলাদেশে খেলে গেছেন দেবজিৎ। তবে এএফসি কাপ খেলতে এর আগে এলেও বাংলাদেশ দেখার সুযোগ পাননি। এবার চট্টগ্রামে সমুদ্র সৈকত দেখে খুবই ভালো লেগেছে তার। মোহনবাগানের কোচ অ্যান্টোনিও ভিকোনাও সুসংগঠিত দল তেরেনগানুর বিপক্ষে তার শিষ্যদের প্রস্তুত করে রাখার কথা বললেন।

আর টানা ৭ ম্যাচে অপরাজিত থাকা তেরেনগানুর অধিনায়ক ইংলিশ ফুটবলার লি টাকও জানিয়ে গেলেন দুরন্ত ফুটবল খেলে ফাইনালে যাওয়ার কথা। দুই দলই অবশ্য কথা দিয়ে গেল, একটা ভালো ম্যাচ দেখতে পাবেন দর্শকরা।

 

সর্বশেষ খবর