মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিনাকের ঝড়ো সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

পিনাকের ঝড়ো সেঞ্চুরি

প্রথম দুদিন ভেসে গেছে বৃষ্টিতে। গতকাল তৃতীয় দিন চট্টগ্রাম-সিলেট ম্যাচ মাঠে গড়ালেও পিনাক ঘোষ ছাড়া কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। বোলারদের দাপটের মুখে সেঞ্চুরি করেন চট্টগ্রামের পিনাক। তার সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে ২৮ রানে এগিয়ে গেছে চট্টগ্রাম। তবে পিনাকের দিনে উজ্জ্বল ছিলেন পেসার ইফরানও। তিনি নিয়েছেন ৬ উইকেট। কক্সবাজার স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে রংপুর। তৃতীয় দিন শেষে রাজশাহী মাত্র ৫৬ রানে এগিয়ে রয়েছে হাতে ৬ উইকেট নিয়ে। কক্সবাজারে আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে ২০০ রানে এগিয়ে গেছে খুলনা। তৃতীয় দিনও খেলা হয়নি বরিশাল-ঢাকা মেট্রোপলিটন ম্যাচ। 

সিলেট ব্যাটিংয়ে নেমে ইফরানের বোলিং তোপে পড়ে ১৬৩ রানে গুটিয়ে যায়। ইফরান ৫০ রানের খরচে তুলে নেন সিলেটের ৬ উইকেট। এরপর খেলতে নেমে চট্টগ্রাম দিন পার করেছে ৬ উইকেটে ১৯১ রান তুলে। তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান পিনাক ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৮৬ বলে ১৬ চার ২ ছক্কায়। রাজশাহীর প্রথম ইনিংসে ২০১ রানের জবাবে রংপুর থেমে যায় ২৭৪ রানে। ৭৩ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সোহরাওয়ার্দী শুভ ও মাহমুদুল হাসানের স্পিনের মুখে ১২৯ রান তুলতে খুঁইয়ে বসে ৬ উইকেট। কক্সবাজারে আরেক ম্যাচে খুলনার প্রথম ইনিংসে ৩৭১ রানের জবাবে ৩১৬ রানে গুটিয়ে গেছে ঢাকা। যদিও দলটির পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন রনি তালুকদার, জয়রাজ শেখ, সাইফ হাসান ও রকিবুল হাসান। ৫৫ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয়ের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৪৫ রান তুলে শক্ত অবস্থানে পৌঁছায় খুলনা। প্রথম ইনিংসে ১১২ রানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন ৬১ রানে।    

সংক্ষিপ্ত স্কোর

খুলনা-ঢাকা ম্যাচ

খুলনা : প্রথম ইনিংস : ৩৭১/১০, ১১১.১ ওভার  (এনামুল বিজয় ১১২) ও দ্বিতীয় ইনিংস,  ১৪৫/২, ৪৪ ওভার (এনামুল ৬১*, ইমরান ৬৬, তুষার ১৬*। শাকিল ১/১৭, নাজমুল ১/৫৫)।

ঢাকা : প্রথম ইনিংস, ৩১৬/১০, ১১০ ওভার (রনি ৭৩, জয়রাজ ৫১, সাইফ ৭২, রকিবুল ৫৬, তাইবুর ৩১। রুবেল ১/৬৮, মইনুল ১/৩৭, মেহেদি ৪/৯২, রাজ্জাক রাজ ৩/৭২)।

রাজশাহী-রংপুর ম্যাচ

রাজশাহী : প্রথম ইনিংস, ২০১ ও দ্বিতীয় ইনিংস, ১২৯/৬, ৭৬ ওভারে ১২৯/৬ (মিজানুর ১৭, শাকির ২৯, জুনায়েদ ৩৪। সোহরাওয়ার্দী শুভ ২/২৪, মাহমুদুল হাসান ২/২১, তানবীর হায়দার ২/২৩)।

রংপুর : প্রথম ইনিংস : ২৭৪/১০, ১১৮.৫ ওভারে (মেহেদি মারুফ ৭৮, নাঈম ৫৪, আরিফুল ৪৭, নাসির হোসেন ৬২, ধীমান ১৬। দেলোয়ার ১/৪৫, তাইজুল ১/১২, ইফতেখার ২/৫৯, সানজামুল ৩/৮৬, সাকলাইন ১/২০)।

সিলেট-চট্টগ্রাম ম্যাচ

সিলেট : প্রথম ইনিংস, ১৬৩/১০, ৪৪.২ ওভার (ইমতিয়াজ ২৪, জাকির ২১, কাপালী ৪২, এনামুল জুনিয়র ১৪। হাসান ৩/৪৯, ইফরান ৬/৫০, মেহেদী ১/৪০)।

চট্টগ্রাম : প্রথম ইনিংস : ১৯১/৬, ৩৩ ওভার (সাদিকুর ৩৭, পিনাক ১০০, মুমিনুল ৩৭। আবু জায়েদ রাহী ২/৬৪, ইমরান ১/৩০, এনামুল জুনিয়র ২/৩৫)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর