বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ হচ্ছেন সাকিব আল হাসান! এ প্রসঙ্গে গতকাল মিডিয়াকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এটা অবশ্যই বাতিল হওয়ার কথা। যে নিয়ম আছে, সে অনুযায়ী ২৯ অক্টোবর থেকেই বাতিল হওয়ার কথা। তবে বোর্ড এখনো এ বিষয়ে যেহেতু কোনো সিদ্ধান্ত জানায়নি, তাই এটা এখনই বাতিল হয়ে গেছে- এমনটা আমি বলতে পারি না।’ একই সুরে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুসও। বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, ‘যদিও এখনো এ বিষয় আমি খুব ভালো জানি না। দেখতে হবে বিষয়টি বোর্ডের চুক্তির সঙ্গে সাংঘর্ষিক কিনা! তবে সাধারণত এ ধরনের নিষেধাজ্ঞার পর চুক্তি বাতিল হয়ে যায়।’ সাকিব বিসিবির সর্বোচ্চ গ্রেডের ক্রিকেটার। তার মাসিক বেতন ছিল ৪ লাখ টাকা।

ফিক্সিং না করেও তথ্য না জানানোর জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডারকে দুই বছর নিষিদ্ধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে শর্ত মানলে এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। 

সর্বশেষ খবর