শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোনালদোর গোলে শীর্ষে জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক

রোনালদোর গোলে শীর্ষে জুভেন্টাস

আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে পুরো পয়েন্ট সংগ্রহ করল ইতালিয়ান জায়েন্ট জুভেন্টাস। ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে জেনোয়াকে। এই জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সিরি এ লিগে শীর্ষে উঠে গোল জুভেন্টাস। ২৫ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে দুইয়ে। টেবিলে শীর্ষে থাকার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও শুরু থেকেই টানা আটবারের চ্যাম্পিয়নরা কেন জানি গুছিয়ে খেলতে পারছিল না। তবু ৩৪ মিনিটে তারা এগিয়ে যেতে পারত। বেশ কজন খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পাওলো দিবালার নেওয়া বাঁ পায়ের শট দৃঢ়তার সঙ্গে বাঁচিয়ে দেন জেনোয়ার গোলরক্ষক ইয়ানুত রাদু। দুই মিনিট পরই রাদুর ভুলেই এগিয়ে যায় জুভেন্টাস। রুদ্রিগো বেন্তানকুরের উঁচু করে নেওয়া কর্নার কিক বিপদমুক্ত করতে লাফ দিয়েও বলের নাগাল পাননি রাদু। হেডে জালে বল পাঠান বোলুচ্ছি। ৪০ মিনিটেই অবশ্য সমতা ফেরায় জেনোয়া। প্রতিপক্ষের ভুল পাস থেকে সতীর্থদের পা ঘুরে বল পেয়ে জালে জড়ান দি ভোয়ার ফরোয়াড কুয়ামে। প্রথমার্ধে আর গোল হয়নি। দিবালাকে ফাউল করে ৫১ মিনিটে ফ্রান্সসকো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় জেনোয়া। প্রতিপক্ষের একজন না থাকায় গোল পেতে মরিয়া হয়ে উঠে জুভেন্টাস। ৭৪ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগও পেয়েছিলেন রোনালদো। পোস্টের খুব কাছে থেকেও বল জালে জড়াতে পারেননি। ৮৭ মিনিটে আদ্রিও রাবিও দুই হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন। জুভেন্টাসও  ১০ জনের দলে পরিণত হয়। এ অবস্থায় দর্শকরা ভেবেই নিয়েছিলেন ম্যাচ ড্র হচ্ছে। ভাগ্য খুলে যায় ইনজুরির ছয় মিনিটের সামনে। ডি-বক্সে রোনালদোকে ফাউল করলে ভিএ আরের সাহায্যে নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে গোল করে দলকে জিতিয়ে দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

 

সর্বশেষ খবর