শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মলিন মুখে জামাল উচ্ছ্বসিত লি টাক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ফাইনাল শেষ। ২-১ গোলে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু। এবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পালা। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক এবং অধিনায়ক জামাল ভূঁইয়া এলেন। কিন্তু না এলেই বুঝি তারা বেঁচে যেত। মলিন মুখে এসে একথা সেকথায় পরাজয়ের কারণ বলে গেলেন। রহমত আর দিদিয়ের ইনজুরির পর খেলাটা নিজেদের মতো আর খেলতে পারেনি স্বাগতিকরা। আরও বললেন, যোগ্য হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে তেরেঙ্গানু। জামাল ভূঁইয়া প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে গেলেন বিজয়ের জন্য। পাশাপাশি ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো করার প্রত্যয়ও ব্যক্ত করে গেলেন। তেরেঙ্গানুর কোচ নাফুজি আর অধিনায়ক লি টাক সম্পূর্ণ ভিন্ন চেহারায় এলেন সংবাদ সম্মেলনে। দুজনেই হাস্যোজ্জ্বল কোচ নাফুজি তো তার আবেগটা লুকাতেই পারেননি। আর পারবেনই বা কী করে! তার দল যে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল। মালয়েশিয়ান ফুটবলে তার কদর বেড়ে গেল।

মাত্রই কয়েক মাস আগে দলটার দায়িত্ব পেয়েছেন নাফুজি। তার জন্য তো এটা বিরাট পাওয়া। আর লি টাক বললেন, ‘আমি বাংলাদেশে আগেও চ্যাম্পিয়ন হয়েছি। এই কারণে শুরু থেকেই নিজের ওপর আস্থা ছিল। আবারও চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছি।’ লি টাক কেবল চ্যাম্পিয়নের ট্রফি নিয়েই ফিরছেন না পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কারও বগলদাবা করে নিয়ে যাচ্ছেন। তবে কোচ মারুফও বলে গেলেন, যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে তেরেঙ্গানু।

সর্বশেষ খবর