শিরোনাম
শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লোকমান এখনো কেন বহিষ্কার হচ্ছেন না

সাবের হোসেনের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

লোকমান এখনো কেন বহিষ্কার হচ্ছেন না

সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে এখনো ক্রিকেট বোর্ড থেকে কেন বহিষ্কার করা হয়নি- সে প্রশ্নে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। এ ঘটনায় ক্রিকেটবিশ্বে বিসিবির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, লোকমান হোসেন ভূঁইয়া বিসিবির প্রভাবশালী বোর্ড পরিচালকদের একজন। দেশে চলমান শুদ্ধি অভিযানে নিজ ক্লাব মোহামেডানে ক্যাসিনো অপকর্মে জড়িয়ে এখন আছেন কারাগারে। ক্যাসিনো হোতা লোকমান আটকের ৩৫ দিন পেরিয়েছে। এ নিয়ে ক্রিকেট বোর্ডে সমালোচনার ঝড় বইয়ে গেছে।

সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যত দিন পর্যন্ত বিচারের কার্যক্রম শেষ না হচ্ছে তত দিন পর্যন্ত তাকে (লোকমান) সাসপেন্ড করা উচিত। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে কী হয়েছিল? তখন তো কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তার পরও তার বিরুদ্ধে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন লোকমানের ক্ষেত্রে কেন অনীহা?’            

সর্বশেষ খবর