সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ইন্টার মিলানকে আবারও দুইয়ে নামিয়ে দিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস

শীর্ষেই রোনালদোরা

জুভেন্টাস ১ - ০ তুরিনো

ক্রীড়া ডেস্ক

শীর্ষেই রোনালদোরা

ইতালিয়ান সিরি এ লিগে কিছুক্ষণের জন্য শীর্ষে ওঠে এসেছিল ইন্টার মিলান। বলগনাকে ২-১ গোলে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেছিল তারা। তবে শনিবার রাতেই ইন্টার মিলানকে আবারও দুইয়ে নামিয়ে দিল সিরিএ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। তারা রাতে তুরিনোর বিপক্ষে শহুরে ডার্বিতে ১-০ গোলে জিতেছে। জুভেন্টাসের পক্ষে একমাত্র গোলটি করেন ডাচ তারকা ম্যাথিজ ডি লিখট। এ জয়ে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেছে ওল্ড লেডিরা। ইতালিয়ান সিরি এ লিগে দীর্ঘদিন পর শিরোপার লড়াইয়ে ফিরেছে ইন্টার মিলান। মাঝখানে মিলানের দুই ক্লাবই অনেকটা নিচের দিকে নেমে গিয়েছিল। এসি মিলান অবশ্য এখনো নিচের দিকেই আছে। চলতি মৌসুমে তারা গতকাল পর্যন্ত ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছিল। আর গত মৌসুমে জুভেন্টাসের সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকা নেপোলি এবার অনেকটা নিচে নেমে গেছে। তারা শনিবার রোমার কাছে ২-১ গোলে হেরেছে। এ পরাজয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে দিয়েগো ম্যারাডোনার সাবেক এই ক্লাব। ইতালিয়ান সিরি এ লিগে বর্তমানে পয়েন্ট তালিকায় শীর্ষ চারে জুভেন্টাস ও ইন্টার মিলানের পাশাপাশি অবস্থান করছে রোমা (২২ পয়েন্ট) ও আটলান্টা (২১ পয়েন্ট)। এছাড়া পঞ্চমে থাকা ক্যাগলিয়ারির সংগ্রহও ২১ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর