সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতে সোনা জিতলেন জহির

ক্রীড়া প্রতিবেদক

ভারতে সোনা জিতলেন জহির

ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়ে বাংলাদেশের ৫ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। মূলত ডিসেম্বরে অনুষ্ঠেয় এসএ গেমস উপলক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়াই ছিল উদ্দেশ্য। গতকাল ৪০০ মিটারে সোনার পদক জিতেছেন বাংলাদেশের জহির রায়হান। অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের ৪০০ মিটারে ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি। পেছনে ফেলেন স্বাগতিক দেশের প্রতিযোগী রশিদকে (৪৭ দশমিক ৭৬ সেকেন্ড)। ২০১৭ সালের ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টের  সেমি-ফাইনালে ৪৮ দশমিক ২২ সেকেন্ড টাইমিং করে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছিলেন জহির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর