সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
টি-২০ বিশ্বকাপ

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া

ক্রীড়া প্রতিবেদক

পাপুয়া নিউগিনিকে (পিএনজি) হারিয়ে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। ১৬ দলের টি-২০ বিশ্বকাপে ১০টি দল সরাসরি খেলছে এবং বাকি ৬টি বাছাইপর্ব ডিঙিয়ে এসেছে। নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি ছাড়া বাকি চার দল নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওমান। প্রথম রাউন্ডে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে তাসমানিয়ার রাজধানী হোবার্টে। নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হওয়ার পর শনিবার চূড়ান্ত হয়েছে প্রথম রাউন্ডের গ্রুপিং। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। নামিবিয়া ছাড়া বাকি দুই দল স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। আফ্রিকান প্রতিনিধি নামিবিয়ার সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। ২১ অক্টোবর স্কটল্যান্ড ও ২৩ অক্টোবর বাছাইপর্বের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল চূড়ান্তপর্বে খেলবে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান।

সুপার ১২ শুরু হবে ২৪ অক্টোবর। গ্রুপ টুয়েভ-এ খেলবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল এবং প্রথম রাউন্ডের ৪ দল। গ্রুপ ওয়ানে স্বাগতিক অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ও ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল। গ্রুপ টুয়ে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে খেলবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’র দ্বিতীয় ও ‘বি’ গ্রুপের শীর্ষ দল। টুর্নামেন্টের ফাইনাল ১৫ নভেম্বর মেলবোর্নে।

প্রথম সেমিফাইনাল ১১ নভেম্বর সিডনি এবং ১২ নভেম্বর অ্যাডিলেডে।

সর্বশেষ খবর