সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বপ্ন দেখাচ্ছে কোরিয়া-জাপান

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ১৮ নম্বর আসর। গ্রুপ পর্বের খেলা গত রাতেই শেষ হয়েছে। নকআউট পর্বের অপেক্ষায় প্রহর গুনছে দলগুলো। এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, সেনেগাল, অ্যাঙ্গোলা, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, চিলি, প্যারাগুয়ে, ইতালি, ফ্রান্স ও ইকুয়েডর। এবার এশিয়ানদের স্বপ্ন দেখাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ডি গ্রুপে নেদারল্যান্ডসকে ৩-০ গোলে এবং সেনেগালকে ১-০ গোলে হারিয়েছে জাপান। গোল শূন্য ড্র করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

১দক্ষিণ কোরিয়া সি গ্রুপে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারলেও হাইতিকে ২-১ গোলে এবং চিলিকে ২-১ গোলে হারিয়েছে। দীর্ঘদিন পর ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে এশিয়ানরা। ১৯৮৯ সালে স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছিল সৌদি আরব। এশিয়ান কোনো দলের এটাই ছিল সর্বোচ্চ সাফল্য। সৌদি আরব ছাড়া কোনো এশিয়ান দল ফাইনালও খেলতে পারেনি। এমনকি একবার করে সেমিফাইনাল খেলেছে কেবল বাহরাইন (১৯৮৯), কাতার (১৯৯১) এবং ওমান (১৯৯৫)। দীর্ঘদিন পর এশিয়ানদের স্বপ্ন দেখাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। যারা নেদারল্যান্ডস আর চিলির মতো দলকে হারাতে পারে তাদের কাছ থেকে ভালো কিছুর আশা তো করাই যায়। কাল থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে অ্যাঙ্গোলার। জাপানের প্রতিপক্ষ গত রাতে ঠিক হওয়ার কথা।

সর্বশেষ খবর