সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বার্টি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বার্টি

ডব্লিউটিএ ফাইনাল জিতলেন অস্ট্রেলিয়ার মেয়ে অ্যাশলে বার্টি। গতকাল তিনি ফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। এর ফলে তিনি জিতে নেন ৩৪ লাখ ২০ হাজার পাউন্ড। টেনিস ইতিহাসের সবচেয়ে বড় চেক পেলেন বার্টি। পাশাপাশি দারুণ একটি রেকর্ডও গড়লেন। ৪৩ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান মেয়ে হিসেবে ডব্লিউটিএ ফাইনাল জিতলেন তিনি। বার্টির আগে ১৯৭৬ সালে শেষবার ডব্লিউটিএ ফাইনাল জিতেন অস্ট্রেলিয়ার মেয়ে এভোন গুলাগঙ কাওলি। তিনি ১৯৭৪ সালেও এই ট্রফি জিতেছিলেন। এমনকি এভোনের পর কোনো অস্ট্রেলিয়ান মেয়ে ফাইনালও খেলতে পারেননি। বার্টি দীর্ঘদিনের এই খরা দূর করলেন। এদিকে নোভাক জকোভিচ প্যারিস মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল ফাইনালে তিনি ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ডেনিস শাপোভালভকে।

সর্বশেষ খবর