মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফেবারিটদের সহজ ম্যাচ!

ক্রীড়া ডেস্ক

ফেবারিটদের সহজ ম্যাচ!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে ফেবারিট লিভারপুল ও বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ বেলজিয়ান ক্লাব গেঙ্ক। অন্যদিকে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের। দুই ফেবারিটের সামনে সহজ প্রতিপক্ষই। গেঙ্ক ই গ্রুপের তলানিতে আছে ১ পয়েন্ট নিয়ে। স্লাভিয়া প্রাগ এফ গ্রুপের তলানিতে ১ পয়েন্ট নিয়ে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সতর্ক থেকেই খেলতে নামবে দুই ফেবারিট। দিন কয়েক আগে বার্সেলোনা লা লিগার ম্যাচে হেরে গেছে লেভান্তের কাছে। সেই পরাজয়ের তিক্ততা নিশ্চয়ই এখনো মেসিদের মনে আছে। স্লাভিয়া প্রাগের বিপক্ষে তাই সতর্ক থেকেই খেলতে নামবে কাতালানরা। আর লিভারপুল চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব নেপোলির কাছে ২-০ গোলে হেরেছিল। এই কারণে অলরেডরাও সতর্ক। অবশ্য আজ জিতলে বার্সেলোনা ও লিভারপুল দুই দলেরই নকআউট পর্বের পথ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে ইংলিশ ক্লাব চেলসিও। তাদের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। এইচ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। আয়াক্স সমান পয়েন্ট নিয়েও আছে দুইয়ে। আজ দুই দলের এগিয়ে যাওয়ার লড়াই।

 

আজকের খেলা

বার্সেলোনা-স্লাভিয়া প্রাগ

জেনিত সেন্ট পিটার্সবার্গ-লিপজিগ

লিভারপুল-গেঙ্ক

নেপোলি-রেড বুলস

ভ্যালেন্সিয়া-লিলি

অলিম্পিক লিঁও-বেনফিকা

চেলসি-আয়াক্স

ডর্টমুন্ড-ইন্টার মিলান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর