মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংসে ইউরোপা লিগের ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসে ইউরোপা লিগের ফুটবলার

ডেনমার্ক প্রবাসী জামাল ভ‚ঁইয়া এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলার। জাতীয় দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। এবার ফিনল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার তারিক কাজীকে দেখা যেতে পারে ঘরোয়া আসরে। পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে তার চুক্তিও হতে যাচ্ছে। গত বছর বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনড্রেসকে এনে চমক দেখায় কিংস। বয়স ১৯ হলেও তারিকও দর্শকদের মন জয় করবেন বলে বসুন্ধরার ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন। তারিকের বাবার দেশের বাড়ি নওগাঁয়। ফিনল্যান্ডে থাকলেও তিনি নিয়মিত বাংলাদেশে আসা-যাওয়া  করেন। তারিক ফিনল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাব ইলেভেস ট্যাম্পেরেতে খেলেন। গত বছর এই ক্লাবের হয়ে ইউরোপা বাছাইপর্ব খেলেন তিনি। তারিক ঢাকা থাকা অবস্থায় তার অনুশীলন পর্যবেক্ষণ করেন কোচ অস্কার ব্রæজোন। পারফরম্যান্স দেখে বেশ উচ্ছ¡সিত কোচ। আগামী মাসেই বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে তার। আর এ সুযোগটাই কাজে লাগাচ্ছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

সর্বশেষ খবর