মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানকে হারাল রুমানারা

ক্রীড়া প্রতিবেদক

দিল্লিতে ভারতকে হারিয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহরা। ঐতিহাসিক জয়ের ২৪ ঘণ্টা পর লাহোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে আরও একটি ঐতিহাসিক জয় দেন ফারজানা, রুমানারা। ভারতের মাটিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানেও প্রথম জয় পেলেন মহিলা ক্রিকেটাররা। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেটে রোমাঞ্চকর জয় তুলে সিরিজে সমতা এনেছে তারা। মহিলা দলকে ঐতিহাসিক জয় পেতে সামনে থেকে নেতৃত্ব দেন ব্যাট হাতে ফারজানা হক ৬৭ রানের ইনিংস খেলে এবং রুমানা আহমেদ বল হাতে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ২১০ রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা। মহিলা ক্রিকেট দল ২১১ রানের টার্গেট পৌঁছায় এক বল হাতে রেখে। মহিলা দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা।

৯৭ বলের ম্যাচসেরা ইনিংসটিতে ছিল ৬টি চার। ওপেনার মুর্শিদা ৪৪ রান করেন ৬৭ বলে ৬ চারে। সফল বোলার রুমানা ৩১ ও শারমিন সুলতানা ২৭ রান করেন।           

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ২১০/১০, ৪৮.৪ ওভার (নাহিদা ৬৩, জাভেইরা ২৪, বিসমাহ ৩৪, আলিয়া ৩৬, সানা ১৩, সিদরা ১৯*। জাহানারা ০/৩৯, পান্না ১/৪৫, সালমা ২/৩৬, রুমানা ৩/৩৫, নাহিদা ০/৪৩, ফাহিমা ০/১২)।

বাংলাদেশ : ২১১/৯, ৪৯.৫ ওভার (মুর্শিদা ৪৪, শারমিন ২৭, নিগার ০, ফারজানা ৬৭, রুমানা ৩১, সানজিদা ২০, সালমা ১, ফাহিমা ১, জাহানারা ৭*, পান্না ৪*। দিয়ানা ১/৩৩, সানা ১/৩৮, নাশরা ১/৩৬, শায়েদা ২/৩৭, বিসমাহ ২/২৪)।

ফল : বাংলাদেশ ১ উইকেটে জয়ী

ম্যাচ ও সিরিজসেরা : ফারজানা হক

সিরিজ : ২ ম্যাচের সিরিজ ১-১ ড্র

সর্বশেষ খবর