বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

টি-২০ ক্রিকেটে সেরা বোলিং ইলিয়াসের

টি-২০ ক্রিকেটে সেরা বোলিং ইলিয়াসের

জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে। ৭ বছর ধরে লাল-সবুজ পতাকার জার্সি পরে খেলছেন না বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানি। টাইগারদের পক্ষে না খেললেও টি-২০ ক্রিকেটে বাঁ হাতি স্পিনারের রেকর্ডটি এখনো অক্ষত। ২০১২ সালের ১৮ জুলাই বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রানে জয়ী ম্যাচে বিধ্বংসী বোলিং করেছিলেন ইলিয়াস। ম্যাচে তার স্পেল ছিল ৪-১-১৩-৫। যা টি-২০ ক্রিকেটে বা্রংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্স। টাইগারদের পক্ষে টি-২০ ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৫ উইকেট নেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আশ্চর্য হলেও সত্যি, তিন বোলারই বাঁ হাতি। 

সর্বশেষ খবর