বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অ্যাশলি ইয়াংয়ের সতীর্থ শেখ রাসেলে

ক্রীড়া প্রতিবেদক

অ্যাশলি ইয়াংয়ের সতীর্থ শেখ রাসেলে

ক্রিস্টোফার হার্ড

বাংলাদেশের ফুটবলে বিশ্বকাপ খেলা ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস এরই মধ্যে দর্শকদের মন জয় করেছেন। আসছে মৌসুমে ক্লাবগুলো বিভিন্ন দেশের উঁচু মানের ফুটবলারদের দলে ভিড়াচ্ছে। শেখ রাসেল ক্রীড়াচক্র ক্লাবে নাম লেখাচ্ছেন রাশিয়া বিশ্বকাপ খেলা ইংলিশ তারকা ফুটবলার অ্যাশলি ইয়াংয়ের সাবেক সতীর্থ ক্রিস্টোফার হার্ড। তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলেও খেলেছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বলেন, ‘দিন কয়েকের মধ্যেই ব্রাজিল বংশোদ্ভূত পেদ্রো হেনরিক অলিভেইরা শেখ রাসেলে আসছেন। পাশাপাশি ইংলিশ লিগে খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস্টোফার হার্ডও আমাদের দলে যোগ দিচ্ছেন।’ ক্রিস হার্ড ডিফেন্সে শেখ রাসেলের শক্তি বাড়াবেন। অন্যদিকে পেদ্রো খেলবেন ফরোয়ার্ড লাইনে। সালেহ জামান সেলিম বলেন, ‘পেদ্রো মূলত সেন্টার ফরোয়ার্ড। তবে সে মিডফিল্ডেও সমান দক্ষ।’ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে ক্রিস হার্ডের। অ্যাস্টন ভিলার জার্সিতে অ্যাশলি ইয়াংয়ের সতীর্থ হিসেবে খেলেছেন তিনি। ২০১০-১৫ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলায় ছিলেন। গত মৌসুমে খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে ক্লাব চেন্নাইয়িনে। আর পেদ্রো বর্তমানে এশিয়ান দেশ টিমোর লিস্টের জাতীয় দলে খেলছেন। ছেলেবেলাটা কাটিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো, রিও ক্ল্যারো এবং গ্রেমিওর মতো ক্লাবে।

সর্বশেষ খবর