শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জামালদের দারুণ জয়

প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

জামালদের দারুণ জয়

প্রীতিম্যাচ হলেও বাংলাদেশের দর্শকরা লাল-সবুজের জার্সিধারীদের খেলা দেখার সুযোগটা হাতছাড়া করল না। ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মাঠে এল। ওমানের শীর্ষ লিগের ক্লাব মাসকাটের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্রীতিম্যাচ উপভোগ করল তারা। বাড়ি ফেরার সময় সঙ্গে নিয়ে গেল দারুণ এক জয়ের সুখস্মৃতি।

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা ওমানের মুখোমুখি হওয়ার আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবেই গতকাল বিকালে মাসকাট ক্লাবের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডের শিষ্যরা। ম্যাচের ১২ মিনিটেই নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ব্যবধান খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। ১৭ মিনিটে তারেকের গোলে সমতায় ফিরে তিনবার ওমান লিগ জেতা দলটি। অবশ্য ২৮ মিনিটেই বিপলু আহমেদের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ৬৫ মিনিটে সবুজ গোল করলে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের উত্তেজনা তখনো অনেকটাই বাকি ছিল। ৭৩ মিনিটে বদলি নামা গোলরক্ষক সোহেল পেনাল্টি সেভ করে বাংলাদেশি সমর্থকদের আরেক দফা উল্লাসে ভাসিয়ে দেন। ৮২ মিনিটে স্থানীয় ক্লাবটির অধিনায়ক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এ জয়ে দারুণ এক অভিজ্ঞতা অর্জন করল জেমি ডের শিষ্যরা।

১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে এ ম্যাচ জয়ের কথাই জানিয়েছেন দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ওমানের মাটিতে ভালো ফুটবল খেলার লক্ষ্যে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলেন তারা। এবার চূড়ান্ত ম্যাচের অপেক্ষা। অবশ্য হাতে আরও কয়েকটা দিন আছে। এর মধ্যে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও সুযোগ পাচ্ছেন জামাল ভূঁইয়ারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর