শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবল

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের নামে বাংলাদেশ ভলিবল ফেডারেশন এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে। কাল স্বাগতিক বাংলাদেশসহ ৫টি দল নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে অংশগ্রহণকারী দল- আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও নেপালের মেয়েরা। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান। কাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

রাউন্ড রবিন পদ্ধতিতে খেলে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। গতকাল বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ নারী ভলিবল খেলোয়াড়দের কার্যক্রম ঠিক মতোই ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে নানা কারণে নারী ভলিবল নিয়ে কাজ করা হয়নি।’ ২০১৭ সাল থেকে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে মেয়েদের নিয়ে। সিআইডি পুলিশের কর্মকর্তা সৈয়দা জান্নাত আরাকে চেয়ারম্যান করে একটি শক্তিশালী মহিলা ভলিবল উইংও গঠন করা হয়েছে। মিকু বলেন, ‘মেয়েদের সিনিয়র দলটা আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি। গত তিন মাস ধরে প্রশিক্ষণ চলেছে। যথেষ্ট  খেলোয়াড় আমাদের নেই। তাই মেয়েরা মোটামুটি খেলা উপহার দিলেই তা আমাদের জন্য যথেষ্ট।’

সর্বশেষ খবর