রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাবনায় মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ভাবনায় মুস্তাফিজ

নাগপুরে আজ বছরের শেষ টি-২০ ম্যাচ খেলতে নামছেন মুস্তাফিজুর রহমান। শিডিউলে এ বছর আর কোনো ওয়ানডে নেই। টেস্ট খেলবে মাত্র ২টি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বছর শেষ করবে কলকাতা টেস্ট দিয়ে। টি-২০ ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্স ভালো হলেও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের পারফরম্যান্স আহামরি নয়। ক্যারিয়ারের ৩৬ টি-২০ ম্যাচে উইকেট ৫২টি। কিন্তু চলতি বছর যে ৬টি ম্যাচ খেলেছেন, তাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি কাটার মাস্টার। ৪৩.৭৫ গড়ে উইকেট নিয়েছেন মাত্র ৪টি। ক্যারিয়ারে ওভারপ্রতি স্ট্রাইক রেট যেখানে ৭.৭৯, সেখানে চলতি বছরে ওভারপ্রতি স্ট্রাইক রেট ৮.৫৭৮।

দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মুস্তাফিজ। অথচ বোলিংয়ে নেই সেই ধার। ভারতের বিপক্ষে বোলিংয়ের দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু দিল্লি ও রাজকোটে বোলিং কোটা পূরণ করতে পারেননি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ৭ উইকেটে জয় পায় মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে। অথচ মুস্তাফিজ ২ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। রাজকোটে কাটার মাস্টার ছিলেন আরও খরুচে। ৩.৪ ওভারের স্পেলে রান দেন ৩৫। তাতে ছিল ১টি ছক্কাও। সব মিলিয়ে চলতি বছর ৬ ম্যাচে বোলিং করেছেন ২০.৪ ওভার। মেডেন নেই। রান দিয়েছেন ১৭৫ এবং উইকেট মাত্র ৪টি। সেরা বোলিং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ রানে ২ উইকেট। বোলিংয়ে আগের সেই ধার না থাকলেও মুস্তাফিজ পাশে পাচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গোকে। টাইগার কোচ চিন্তিত নন মুস্তাফিজের অফ ফর্মে, ‘মুস্তাফিজকে নিয়ে আমি উদ্বিগ্ন নই। সে একজন কোয়ালিটি বোলার। কোয়ালিটি ব্যাটসম্যানরা অনেক সময় ২-৩ ম্যাচে রান পায় না। মুস্তাফিজের ক্ষেত্রেও এমন হচ্ছে। মনে রাখতে হবে, সে একজন ম্যাচ উইনার। আমি বিশ্বাস করি, দ্রুত ফিরবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর