রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আরচারিতে বাংলাদেশ এখন ‘রোল মডেল’

ক্রীড়া প্রতিবেদক

আরচারিতে বাংলাদেশ এখন ‘রোল মডেল’

রোমান সানা

কত খেলাতেই তো বাংলাদেশ অন্যদের অনুসরণ করে অনেক কিছু শিখেছে। ক্রিকেট, ফুটবলসহ আরও কত খেলা আছে! এবার বাংলাদেশ অন্যদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে। কীভাবে একটা খেলায় দ্রুত গতিতে উন্নতির শিখরে পৌঁছা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে। খেলাটির নাম আরচারি।

আরচারি ফেডারেশন খুব বেশি আগে প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশে। ২০০১ সালে ছিল অ্যাসোসিয়েশন। ২০০৬ সালে হয় ফেডারেশন। সে সময় আরচারি শব্দটার সঙ্গেই অনেকের পরিচয় ছিল না। অথচ মাত্র এক যুগের ব্যবধানে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সৌদি আরব, কিরগিজস্তান আর তুর্কমেনিস্তানের মতো দেশ এখন বাংলাদেশের দরবারে ধরণা দেয় আরচারি শেখার কৌশল জানতে। গতকাল আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বললেন, ‘সৌদি আরবে গিয়েছিলাম আমি। ওদের তো টাকার অভাব নেই। তারপরও আরচারিতে ভালো করতে পারছে না। আমাদের উন্নতির রহস্যটা ওরা জানতে চাইল। আমরা ওদের এখন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। তাছাড়া কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও আমাদের লোকজন আরচারির উন্নয়নের জন্য কাজ করছে। কোচ নুরে আলম এ দুই দেশে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন অন্যদের সামনে আরচারিতে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরেছে। অন্যরা আমাদের ফলো করে।’

বাংলাদেশ গত দুই বছরে সিটি গ্রুপের আর্থিক সহায়তা পেয়ে প্রভূত উন্নতি করেছে। ‘তীর, গো ফর গোল্ড’ স্লোগানের অধীনে এরই মধ্যে ১৫টি সোনা, ১৮টি রূপা এবং ৯টি তামার পদক জিতেছে বাংলাদেশের ছেলেরা। এর মধ্যে রোমান সানা ওয়ার্ল্ড আরচারিতে জিতেছেন ব্রোঞ্জ। যার ফলে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। তিনি এশিয়ান কাপে জিতেছেন সোনার পদক। গতকাল আরচারির কোচ মার্টিন ফ্রেডরিখ জানালেন, রোমান সানা এখন বিশ্বের সেরা ১০ আর্চারের একজন। আরও অনেকের চোখেই আছে রোমান সানা হওয়ার স্বপ্ন। সামনেই এশিয়ান কাপ। এরপর এসএ গেমস। দুই প্রতিযোগিতাতেই সোনার জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করছেন রোমান সানারা। গতকাল আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, ‘এসএ গেমসে অন্তত দুটি সোনা জয়ের আশা করি আমরা। আরও বেশিও জিততে পারি।’

সর্বশেষ খবর