শিরোনাম
রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাই

যুবাদের সামনে জটিল সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের যুবারা সর্বশেষ অংশ নিয়েছিল ২০০২ সালে। দীর্ঘদিন পর আবারও চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে বাছাই পর্বে ‘ই’ গ্রুপে বাহরাইনের কাছে ৩-০ গোলে হেরে এবং জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে চূড়ান্ত পর্বে খেলা অনেকটাই কঠিন করে তুলেছে যুবারা। অবশ্য এখনো সুযোগ আছে। এজন্য কঠিন সমীকরণ মেনেই চলতে হবে তাদের। বাংলাদেশ ১ পয়েন্ট সংগ্রহ করেছে। আজ তারা ভুটানের মুখোমুখি হবে। এই ম্যাচে অন্তত ৪-০ গোলে জিততে হবে যুবাদের। পাশাপাশি বাহরাইনের কাছে অন্তত ৩-০ গোলে হারতে হবে জর্ডানকে। পাশাপাশি অন্যান্য গ্রুপের দুইয়ে থাকা দলগুলোকেও পরের ম্যাচে হারতে হবে। কারণ, এরই মধ্যে ১১ গ্রুপের মধ্যে চারটি গ্রুপের দুইয়ে থাকা দল ৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে আরও চারটি গ্রুপের দুইয়ে থাকা দল। বাছাই পর্বের ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেরা পাঁচ রানার্স-আপ যোগ দেবে চূড়ান্ত পর্বে। এটাও কম কীসে! জর্ডানের কাছে জাতীয় দল কয়েক বছর আগে ৮ গোল হজম করেছিল। সেই জর্ডানের সঙ্গে ড্র করে অন্তত আশাটা তো বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা।

সর্বশেষ খবর