রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিসেম্বরেই এসএ গেমস

ক্রীড়া প্রতিবেদক

এসএ গেমস নিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটল। নেপালের কাঠমান্ডু ও পোখারাতে ডিসেম্বরেই অনুষ্ঠিত হচ্ছে ১৩তম এসএ গেমস। গতকাল কাঠমান্ডুতে এসএ গেমসের এক সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপমহাসচিব ও গেমসের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনূর, সদস্য এ কে সরকার গতকালের সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সভা শেষে মুঠোফোনে একে সরকার বলেন, ‘১-১০ ডিসেম্বর গেমস হচ্ছে। সব দেশের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। আমরা আগে থেকেই এই সময় ধরে ফেডারেশনগুলোকে প্রস্তুতি নিতে বলেছিলাম।’ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আমরা নেপালের মাধ্যমে আগেই জেনেছিলাম ১-১০ ডিসেম্বরই গেমস হবে। আজ (গতকাল) সভায় গেমসের ট্যাকনিক্যাল  ইস্যু, অ্যাক্রিডিটেশনসহ নানা বিষয় আলোচনা হয়েছে।’ ১ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হলেও ভলিবল খেলা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। সভায় পরবর্তী গেমসের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম উঠে এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর