রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

এশিয়া একাদশে ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতির পিতার শততম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করবে দুটি টি-২০ ম্যাচ। ১৮-২১ মার্চের মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে। আইসিসি-স্বীকৃত ম্যাচ দুটিতে অংশ নেবে অল স্টার এশিয়া একাদশ ও রেস্ট অব দ্য ওয়ার্ল্ড। এশিয়া একাদশে ভারতের তিন-চারজন ক্রিকেটার খেলবেন বলে নাগপুর থেকে নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি আরও জানিয়েছেন, এ উপলক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর মধ্যকার বৈঠক সফল হয়েছে, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুই দেশের সভাপতির বৈঠক সফল হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।’ এশিয়া একাদশে ভারতের তিন-চারজন তারকা ক্রিকেটার খেলবেন। এ ছাড়া কলকাতায় গোলাপি বলে এবং দিবা-রাত্রির টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখতে চেষ্টার সর্বোচ্চটাই করছেন বলেন বিসিবি সিইও, ‘দিবা-রাত্রির টেস্ট স্মরণীয় করে রাখতে চেষ্টার সর্বোচ্চটা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও অনেক। প্রথম দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।’ দুই বোর্ড সভাপতি বৈঠক করেছেন নাগপুরে তৃতীয় টি-২০ ম্যাচের আগের দিন। বৈঠকে বঙ্গবন্ধু বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয় নিয়েও অলোচনা হয়েছে।

সর্বশেষ খবর