মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি

রুবেলের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

রুবেলের ৭ উইকেট

বাজে ফর্ম এবং অসদাচরণের জন্য জাতীয় দলের বাইরে ২০১৮ সাল থেকে। সাদা পোশাকে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালে। ওয়ানডে ২০১৮ ও টি-২০ খেলেছেন ২০১৬ সালে। ঘরোয়া ক্রিকেট খেললেও আহামরি পারফরম্যান্স নেই। তবে এবার আবার স্বরূপে ফিরেছেন নাসির হোসেন। জাতীয় ক্রিকেটে রংপুরের হয়ে রান করেই চলেছেন। গতকাল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে খেলেছেন তিন অংকের জাদুকরী ইনিংস। অপরাজিত রয়েছেন ১০৪ রানে। তার সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২০০ রান তুলে তৃতীয়দিন পার করেছে রংপুর। মিরপুর স্টেডিয়ামে রাজশাহীকে ১৫১ রানে গুটিয়ে ৪ উইকেটে ১৫১ রান তুলে দিন পার করেছে খুলনা। রাজশাহীকে গুটিয়ে দিতে ৫১ রানে ৭ উইকেট নেন পেসার রুবেল হোসেন। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ২০৫ রানে এগিয়ে রয়েছে ঢাকা মেট্রোপলিটন। শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন। জবাবে সিলেট ৩৫১ রান করে অমিত হাসানের ১২৫ রানে ভর করে। ৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৪৫ রান তুলে মেট্রোপলিটন। বৃষ্টিতে তৃতীয় দিনের খেলাও হয়নি বরিশাল ও চট্টগ্রামের। প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ছিল ২৩৪ রান। ঢাকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২২ রানে। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সেঞ্চুরি করেন নাসির। ঢাকাকে ২২২ রানে গুটিয়ে  ফেলতে অগ্রণী ভূমিকা রাখেন পেসার মুকিদুল ইসলাম ৫ উইকেট নিয়ে। আগের দিন ৩ উইকেট নেওয়া মুকিদুল প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারে মতো ৫ উইকেট নেন।

সর্বশেষ খবর