মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল

ভুটানের কাছে হার যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

শক্তিশালী জর্ডানের সঙ্গে ড্র করে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের যুবারা। শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে এএফসি কাপ অনূর্ধ্ব-১৯ বাছাই পর্বে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকে থাকত বাংলাদেশের যুবাদের। প্রতিপক্ষ ভুটান বলেই আশাটাও তাই জেগেছিল। অথচ বাংলাদেশ হেরে গেল ১-২ ব্যবধানে। রবিবার বাহরাইনের পানামা খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এই হারে বাংলাদেশের যুবাদের মিশন শেষ হয়ে গেল।

জর্ডানের বিপক্ষে জয়ের নায়ক ইয়াসিন আরাফাত এ ম্যাচেও করলেন দারুণ এক গোল। দ্বিতীয়ার্ধে ১ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ খেলা শুরু করে।

শেষ ৩৫ মিনিটে ভুটান যেন ম্যাজিক প্রদর্শন করে। ৬৫ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ভুটানিজরা। ৯০ মিনিটেও ম্যাচ ১-১। তখন ধরেই নেওয়া হচ্ছিল ম্যাচ ড্র হতে যাচ্ছে। কিন্তু যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে নাটকীয়ভাবে ম্যাচ জিতে যায় ভুটান । ড্র হলেও বাংলাদেশ গ্রুপে তৃতীয় হতে পারত। এখন অবস্থান সবার শেষে। প্রথম ম্যাচে ইয়াসিনরা ০-৩ গোলে হেরেছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর