শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তবুও জয়ের স্বপ্ন জামালদের

প্রতিপক্ষ শক্তিশালী ওমান

ক্রীড়া প্রতিবেদক

তবুও জয়ের স্বপ্ন জামালদের

ওমান শক্তিশালী প্রতিপক্ষ, তবু জেতার চেষ্টা করব। সুযোগ কাজে লাগাতে হবে। ডিফেন্ডারদের সতর্ক হয়ে খেলতে হবে। দুটো কাজ ঠিকমতো করতে পারলে পুরো পয়েন্ট নিয়েই দেশে ফেরার আশা রাখি           

                                ————— জামাল ভূঁইয়া

১৯৮২ সালের কথা। সেবার ঢাকায় আগাখাঁন গোল্ডকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন ও ওমানের জাতীয় দল। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ৩৭ বছরের ব্যবধান। অথচ দুই দেশের ফুটবলে এখন আকাশ-পাতাল পার্থক্য। ওমান যতটা এগিয়েছে, বাংলাদেশ ঠিক ততটা পিছিয়েছে। ১৯৮২ সালে আগাখাঁন গোল্ডকাপে তাদের জাতীয় দল হারা ম্যাচ ড্র করেছিল ব্রাদার্সের বিপক্ষে। এখন ওমানকে হারানোটা বাংলাদেশের জন্য স্বপ্নই বলা যায়।

সেই স্বপ্নের ম্যাচে জামাল ভূঁইয়ারা আজ মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপ সে সঙ্গে এশিয়ান কাপের বাছাই পর্বের লড়াই। বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। এবারই প্রথম বিশ্বকাপ বাচাইপর্বে দুই দেশ লড়ছে। একেতো ঘরের মাঠ, তারপর আবার শক্তিশালী দল। সেই ক্ষেত্রে আজকের ম্যাচে ওমানকে চোখ বন্ধ করে ফেবারিট বলা যায়। তবে স্বাগতিকরা বাংলাদেশকে যোগ্য প্রতিপক্ষই ভাবছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ওমান এগিয়ে আছে ১০০ ধাপ। স্বাগতিকরা সেখানে ৮৪ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ আছে ১৮৪তে। দলের ডাচ্ কোচ এরউইন কোম্যান বলেছেন, এখানে র‌্যাঙ্কিয়ের বিচার করাটা বোকামি। মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। তা ছাড়া বাংলাদেশ দুর্বল ভাবার কোনো কারণ নেই। বাছাইপর্বে এখনো কোনো জয় পায়নি। তবে প্রতিটি ম্যাচই অসাধারণ খেলছে। তাদের দলে বেশ কজন মানসম্পন্ন ফুটবলার আছেন। যারা সত্যিই ভয়ঙ্কর। জিততে হলে সেরাটাই দিতে হবে। অধিনায়ক আহমেদ মোবারকেরও একই কথা। ফেবারিট ভেবে খেললে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অপেক্ষকৃত দুর্বল হলেও ওমানের বিপক্ষে বদলে যাওয়া বাংলাদেশই খেলবে। আফগানিস্তান ও কাতারের কাছে হেরেছে। ড্র ভারতের বিপক্ষে। অথচ তিনটিই ছিল জেতা ম্যাচ। অর্ধেক সুযোগই যদি কাজে লাগানো যেত তা হলে পুরো ৯ পয়েন্ট নিয়েই শীর্ষে থাকতে পারতেন জামাল, ইয়ামিন, সাদ, বিপলু, রানারা। সেখানে কী না ১ পয়েন্ট নিয়ে গ্রুপপর্বের সবার শেষে।

ওমান দুই জয় আর এক হারে দ্বিতীয় স্থানে। কোচ জেমি ডে বলেছেন ওমানকে হারানো কঠিন তবে অসম্ভব নয়। ধারাবাহিকতা ধরে পজিটিভ ফুটবল খেললেই পয়েন্ট সম্ভব। অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা ওমান শক্তিশালী প্রতিপক্ষ, তবু জেতার চেষ্টা করব। কাতার ও ভারতের বিপক্ষে যে পারফরম্যান্স প্রদর্শন করেছি তা মাসকাটেও দেখাতে চাই। তিনি বলেন, সুযোগ কাজে লাগাতে হবে। ডিফেন্ডারদের সতর্ক হয়ে খেলতে হবে। দুটো কাজ ঠিকমতো করতে পারলে পুরো পয়েন্ট নিয়েই দেশে ফেরার আশা রাখি।

সর্বশেষ খবর