শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেসিদের ব্রাজিল পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

মেসিদের ব্রাজিল পরীক্ষা

ব্রাজিল ম্যাচ সামনে রেখে মেসি-আগুয়েরোদের অনুশীলন

গত জুলাই মাসে কোপা আমেরিকায় ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কেবল ফাইনালই নিশ্চিত করেনি সিলেকাওরা, চ্যাম্পিয়নও হয়েছিল। আরও একবার ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলভক্তরা। আজ রাতে সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সুপারক্ল্যাসিকোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ল্যাটিন আমেরিকান ফুটবলের দুই পুরনো প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে আজ মাঠে নামলেও থাকছেন না নেইমার। ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে। আর মেসি ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে। তবে ফিরমিনো, জেসুস, কটিনহো, আর্থাররাই আজ ব্রাজিলের জার্সিতে মাঠ মাতাবেন। আর্জেন্টিনায় অবশ্য মেসির পাশাপাশি দলে আছেন আগুয়েরো আর মার্টিনেজরা। ফুটবলের দুই পরাশক্তির লড়াই নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইকেই সবচেয়ে আকর্ষণীয় লড়াই বলে ধরা হয়। দুই দলের মুখোমুখি লড়াইয়ে আগে একটা সমতা বিরাজ করলেও গত কয়েক বছরে ব্রাজিল বেশ খানিকটা এগিয়ে গেছে।

ইলেভেন ভার্সেস ইলেভেন ওয়েবসাইটের তথ্যমতে, আর্জেন্টিনার বিপক্ষে  ব্রাজিলের জয় ৪৬টি। এ লড়াইয়ে আর্জেন্টিনার জয় ৩৯টি। ড্র ২৫টি। লিওনেল মেসিরা আজ জিতে ব্রাজিলের সঙ্গে জয়-পরাজয়ের ব্যবধান কমাতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। অবশ্য ব্যবধান বাড়াতে পারে ব্রাজিলও!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর