শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পারলেন না জামালরা

ক্রীড়া প্রতিবেদক

পারলেন না জামালরা

বড় আশা নিয়ে ওমান যাত্রা করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জেমি ডের শিষ্যরা ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছিলেন মাসকাটে। স্থানীয় ক্লাবের সঙ্গে খেলেছিলেন ওমানের ফুটবল সম্পর্কে ধারণা নিতে। কিছুতেই কিছু হলো না। গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সুলতান কাবুস স্পোর্ট কমপ্লেক্সে ওমানের কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছেন জামাল ভূইয়ারা। তবে প্রথমার্ধ দারুণ খেলেছে বাংলাদেশ। ফিফা র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা ওমানকে কোনো গোল করতে দেয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ওমান দুরন্ত হয়ে ওঠে। ৪৮ মিনিটে মহসিন আল খালদির গোলে এগিয়ে যায় তারা। এরপর ৬৮ মিনিটে আল মানজার আল আলাবি ও ৭৮ মিনিটে আরশাদ আল আলাবি গোল করলে ওমানের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে ৮১ মিনিটে বিপলু আহমেদ ডান পায়ের দারুণ এক শটে গোল করলে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজারো বাংলাদেশি দর্শক উল্লাসে ফেটে পড়েন। শেষ দিকে আরমান সাইদ জুমা আল হিদি গোল করে ওমানের জয়ের ব্যবধান বাড়ান। এ পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপের তলানিতেই থাকল বাংলাদেশ। আর ওমান আছে দ্বিতীয় স্থানে ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর