শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হ্যাটট্রিকম্যান রোনালদো

ক্রীড়া ডেস্ক

হ্যাটট্রিকম্যান রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে পর্তুগাল। গত বৃহস্পতিবার ঘরের মাঠে লিথুনিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। রোনালদো ৭, ২২ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। জাতীয় দলের হয়ে তারকা এই ফরোয়ার্ডের গোল হলো ৯৮টি। অনেক আগে থেকেই পর্তুগালের সর্বোচ্চ  গোলদাতা রোনালদো আরেকটি রেকর্ডের পথেও ছুটছেন দারুণ গতিতে। আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দাইয়ের (১০৯টি) থেকে আর মাত্র ১১ গোল দূরে তিনি। গত বৃহস্পতিবার পর্তুগালের পক্ষে পিজ্জি, গনসালো ও বার্নার্ডো সিলভাও একটি করে গোল করেন। অবশ্য এ জয়ের পরও নিরাপদ নয় পর্তুগাল। চূড়ান্ত পর্বে খেলতে হলে সামনের ম্যাচগুলোতেও জিততে হবে। ১৪ পয়েন্ট নিয়ে তারা বি গ্রুপের দুইয়ে আছে ১৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে ইউক্রেন। ১৩ পয়েন্ট নিয়ে পর্তুগালের ঠিক নিচেই আছে সার্বিয়া। তারা ৩-২ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। এদিকে জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের হ্যারি কেইনও। তার হ্যাটট্রিকে ৭-০ গোলে মন্টিনিগ্রোকে উড়িয়ে দেয় ইংল্যান্ড। কেইন ছাড়াও চেম্বারলিন, র‌্যাশফোর্ড ও ট্যামি আব্রাহাম একটি করে গোল করেন দলের পক্ষে। এছাড়াও মন্টিনিগ্রোর আলেক্সান্ডার একটি আত্মঘাতী গোল করে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ান। এ জয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে এ গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করল ইংল্যান্ড। চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও তুরস্ক। গত বৃহস্পতিবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ২-১ গোলে হারায় মলদোভাকে। তুরস্ক গোল শূন্য ড্র করে আইসল্যান্ডের সঙ্গে।

 

সর্বশেষ খবর