শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাঁচ ইনিংসে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি আগারওয়ালের

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্নের ক্রিকেট খেলছেন মায়াঙ্ক আগারওয়াল। ক্যারিয়ার মাত্র ৮ টেস্টের। ব্যাট করেছেন ১২ ইনিংস। এরমধ্যেই আলো ছড়িয়ে পেছনে ফেলেছেন সর্বকারের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্রাডম্যানকে। গতকাল ২৪৩ রানের নান্দনিক এক ইনিংস খেলে যখন সাজঘরে ফিরছিলেন, তখন তিনি আড়ালে ফেলেন ব্রাডম্যানকে। কিভাবে ফেললেন সর্বকালের ব্যাটসম্যানকে? ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির জন্য আগারওয়ালের ইনিংস লেগেছে ১২টি। ৯৯.৯৬ গড়ের ব্রাডম্যানের লেগেছিল ১৩ ইনিংস। অবশ্য ১৪২ বছরের টেস্ট ইতিহাসে ক্যারিয়ারের প্রথম দুটি ডাবল সেঞ্চুরি করতে সবচেয়ে কম ইনিংস লেগেছিল বিনোদ কাম্বলীর ৫টি।

আগারওয়ালের বয়স ২৮। কর্নাটকের এই ক্রিকেটার এখন পর্যন্ত ৮ টেস্ট খেলে সেঞ্চুরি করেছেন ৩টি। যার দুটি আবার ডাবল সেঞ্চুরি। ২১৫ রানের ২৪৩ রান করেন গত পাঁচ ইনিংসে। অক্টোবরে বিশাখাপট্টমে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ২১৫ রান করার পর পুনেতে করেন ১০৮ রান। গতকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলেন ২৪৩ রানের আলো ঝলমলে ইনিংস। অথচ প্রথম দিন স্লিপে ইমরুল কায়েশের হাতে ব্যক্তিগত ৩২ রানে সহজ জীবন পেয়েছিলেন আগারওয়াল। ৩৩০ বলের ইনিংসটিতে বাউন্ডারি মারেন ২৮টি এবং ছক্কা ৮টি। আর একটি ছক্কা হলেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মারার রেকর্ড গড়তেন তিনি। ইনিংসে ৮টি ছক্কা করে ছক্কা মারার রেকর্ড রয়েছে নভজোৎ সিং সিধুরও। আগারওয়াল সেঞ্চুরি করেন ১৮৩ বলে ১৫ চার ও এক ছক্কায়। ডাবল সেঞ্চুরি করেন ৩০৩ বলে ২৫ চার ও ৫ ছক্কায়। তার ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৯৩ রান। গতকাল ৮৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৪০৭ রান! 

সর্বশেষ খবর