শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

১০ বছর পর পাকিস্তানে টেস্ট

ক্রীড়া ডেস্ক

অবশেষে টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। তাতে নিহত হয়েছিলেন ৮ জন এবং আহত হয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার সাঙ্গাকারাসহ অন্যরা। এরপর পার হয়ে গেছে ১০ বছর। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আবার নিজ মাটিতে টেস্টে নামছে পাকিস্তান। ১১-১৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে করাচিতে ১৯-২৩ ডিসেম্বর। গত সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানে এসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলে গেছে শ্রীলঙ্কা। যদিও ওই সফরে শ্রীলঙ্কার মূল দলের ১০ জন ক্রিকেটার যাননি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পাকিস্তান পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ায় শ্রীলঙ্কা এবার টেস্ট খেলতে রাজি হয়েছে। পিসিবি আশা করছে, আগামীতে অন্য দেশও পাকিস্তানে টেস্ট খেলতে রাজি হবে।

সর্বশেষ খবর