রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্পেনের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

স্পেনের গোল উৎসব

ইউরোপ বাছাইপর্বে শেষ দিকে এসে গোল বন্যায় ভাসছে। বৃহস্পতিবার পর্তুগাল ৬-০, ইংল্যান্ড জিতেছিল ৭-০ গোলের ব্যবধানে। এবার গোল উৎসবে মাতল সাবেক ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। শুক্রবার রাতে তারা ৭-০ গোলে হারায় দুর্বল মাল্টাকে। আরেক সাবেক ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জিব্রাল্টাকে। এদিকে ফিনল্যান্ড প্রথমবারের মতো ইউরো চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে। শুক্রবার তারা ৩-০ গোলে হারায় লিচেটনেস্টেইনকে। বিজয়ী দলের টেমু পুক্কি ২ ও জোশে তেনেমানেন ১টি গোল করেন। নিজেদের মাঠে এতগোল করার পরও স্পেনের কেউ হ্যাটট্রিক পাননি। সাতজন করেছেন ১টি করে গোল। ২৩ মিনিটে গোলের সূচনা করেন আলভারো মোরাতা এরপর ব্যবধান দ্বিগুণ করেন সান্তি ক্যাজোরলা। দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল। পাওতোরেস, পাবলো সারাভিয়া, দানি অলসো, জেরার্ড সোরেনো আর শেষ গোলটি করেন জেসুস নাভাস। স্পেন আগেই ইউরোর মূলপর্ব নিশ্চিত করেছিল। মাল্টাকে হারিয়ে গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করল। তারা ৭ ম্যাচে ১৮ পয়েন্ট আর সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর